হোম /খবর /মুর্শিদাবাদ /
পৃথক ২ বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে, গুরুতর জখম ৪

Murshidabad News|| পৃথক ২ বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে, গুরুতর জখম ৪

Bomb blasts at two separate places in Murshidabad: সোমবার মুর্শিদাবাদ জেলার দুই পৃথক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আহত হল চারজন। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর-দুই গ্রামে সোমবার বোমা বাঁধার সময়ে বোমা ফেটে আহত চারজন।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ সোমবার মুর্শিদাবাদ জেলার দুই পৃথক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আহত হল চারজন। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর-দুই গ্রামে সোমবার বোমা বাঁধার সময়ে বোমা ফেটে আহত চারজন। তবে জহরুল সেখকে আহত অবস্থায় একজনকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার চিকিৎসার অবনতি হলে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য।

তবে বাকি আহত তিনজনের চিকিৎসা চলছে স্হানীয় বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে । এই এলাকা থেকে কিছু দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেণ অনেকেই। তারপরেই এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা বাঁধার কাজ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। তবে যারা আহত তারা তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার জেরে তৃণমূল কর্মীরা কোনো রকম মুখ খুলতে চাননি।

আরও পড়ুনঃ মহিলা বেশে পুরুষ! চন্দননগরের 'বুড়িমা' বরণের অদ্ভূত রীতি, চমকে দেওয়া ভিডিও

তবে শুধুই রঘুনাথগঞ্জে না। মুর্শিদাবাদ জেলার রানীনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল সোমবার। প্রধানের বাড়ি সংলগ্ন বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা সোমবার। জানা গিয়েছে, শাসকদলের প্রধানের বাড়ির কাছেই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার কাতলামারী এলাকার বাবু পাড়া এলাকায়।

স্হানীয় বাসিন্দারা জানান, স্হানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদিনের বাড়ির কাছে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেনের বাড়ির কাছেই বোমাগুলি মজুত ছিল। ঘটনার পর থেকেই সাজ্জাদ হোসেন পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সকেট বোমা উদ্ধার করে, পরে বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল গিয়ে বোমা নিস্ক্রিয় করে।

কৌশিক অধিকারী

Published by:Shubhagata Dey
First published:

Tags: Murshidabad