#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে কাজের সুযোগ না পেয়ে নিজের পরিবার চালাতে ভিন রাজ্যে কাজে যায় এক যুবক। তবে সেই ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হল পরিযায়ী শ্রমিকের। পরিবারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ গিয়ে মৃত্যু হল ওই শ্রমিকের। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । মৃত পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল করিম (২১)। বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত জিগরিমোড় এলাকায়। পরিবার সূত্রে জানাযায়, গত পাঁচ মাস আগে পরিবারের হাল ধরতে কর্নাটকের বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্য রওনা দেয় আব্দুল করিম। শুক্রবার সন্ধ্যায় হটাৎ বাড়িতে খবর আসে বেঙ্গালুরুতে নির্মীয়মাণ ভবনে কাজ করতে গিয়ে চার তলা বিল্ডিং থেকে পরে মৃত্যু হয় আব্দুল করিমের।
ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে সেই ভাবে এখনও গড়ে ওঠেনি শিল্প বা কর্মসংস্থান। ফলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার শ্রমিকদের দক্ষিণ ভারতে রওনা দিতে হয় পরিযায়ী শ্রমিকের কাজে।
আরও পড়ুনঃ পানীয় জলের পরিকাঠামো তৈরি হলেও পৌঁছায়নি পরিশ্রুত জল! ভরসা কিসে! জানুন..আব্দুল করিম সেই কাজে রওনা দিয়ে ছিল। বর্তমানে বাবা ও মা দুই জনেই অসুস্থ হয়ে বিছানাগত। দুই বোনের বিয়ে হয়ে গেছে। ফলে কলেজে পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরতে কাজের উদ্দেশ্য ভিন রাজ্যের পাড়ি দিয়েছিল আব্দুল করিম।
আরও পড়ুনঃ ডোমকলে শালিসি সভা চলাকালীন গুলি! গ্রেফতার তিনজনকিন্তু শুক্রবার রাতে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন। শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। তারপরেই দেহ রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে বলে পরিবার সূত্রে জানা যায়।
Kaushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru, Farakka, Murshidabad