হোম /খবর /মুর্শিদাবাদ /
ডি-এর দাবিতে আন্দোলনে নেমে শোকজ! তারপর এ কী করলেন প্রাথমিকের শিক্ষকরা

Murshidabad News: ডিএর দাবিতে আন্দোলনে নেমে শোকজ! তারপর এ কী করলেন প্রাথমিকের শিক্ষকরা 

X
শো-কজ [object Object]

স্কুলে অনুপস্থিত থাকায় ফরাক্কা সার্কেলের ৭৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দফতর।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ ডিএ'র দাবিতে ধর্মঘট আন্দোলনে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ফরাক্কা সার্কেলের ৭৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে জেলা শিক্ষা দফতর।এবার তারই প্রতিবাদে এবং শোকজের জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করলেন প্রাথমিকের শিক্ষকরা। সোমবার ঢাক, বাজনা নিয়ে নাচতে নাচতে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে শোকজের জবাব দিতে আসেন ৭৪ জন শিক্ষক শিক্ষিকা। হাতে শোকজের কাগজে ও তার উত্তর কপি নিয়ে কার্যত ফরাক্কা অবর বিদ্যালয় অফিসে চত্ত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে শোকজের জবাব দেন শিক্ষকরা। শুধু তাই নয় পরে মিষ্টি খেয়ে ও আবির খেলে তারা প্রতিবাদ জানান শোকজের পরিপ্রেক্ষিতে।

আরও পড়ুন - স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে কী পরিণতি তরুণীর, শুনলে শিউরে উঠতে হয়

আরও পড়ুন - বড় খবর! তিহাড় জেলে তীব্র অসুস্থ অনুব্রত মণ্ডল, দিতে হচ্ছে ইনসুলিন ও অক্সিজেন

উল্লেখ করা যেতে পারে, গত ১০ মার্চ ডিএ'র দাবিতে রাজ্যে জুড়ে একদিনের কর্মবিরতি পালন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যে সরকারের কর্মচারীরা। বিভিন্ন সরকারী দফতরের কর্মীদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও অংশগ্রহণ করেন। ধর্মঘটের জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে অনুপস্থিত ছিলেন।

কিন্তু ওই দিন অনুপস্থিত ছিলেন ৭৪ জন শিক্ষক শিক্ষিকা। যাঁদেরকে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে শোকজ নোটিশ ধরানো হয়। সেই শোকজের জবাব দিতে অভিনব উদ্যোগ নিলেন শিক্ষক শিক্ষিকারা। তবে তাদের এই প্রতিবাদে অন্য এক চিত্র ধরা পড়ল ফরাক্কাতে ।কৌশিক অধিকারী

Published by:Uddalak B
First published:

Tags: Murshidabad