মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি হোম থেকে ১১ জন শিশু নিখোঁজ। সেখানকার কাজী নজরুল ইসলাম হোম থেকে ১১ জন ছাত্র বৃহস্পতিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটি হলেও তারা হোমে ফেরেনি বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হোমে। এই নিয়েই চিন্তিত হোম কর্তৃপক্ষ।শুক্রবার সকাল থেকেই কাজী নজরুল ইসলাম হোমের বাইরে ভিড় জমাতে থাকেন অভিভাবকরা। এই ঘটনার জেরে শুক্রবার সকালে লিখিত অভিযোগ করা হয় বহরমপুর থানায়। এখনও পর্যন্ত ওই ১১ জন ছাত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। কী কারণে তারা হোমে ফেরেনি, সেই নিয়ে চিন্তিত সকলে। তবে বহরমপুর শহরে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ।
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার প্রথম ক্লাসের পর থেকেই অনেক ছাত্রকে আর দেখা যায়নি। শিক্ষদের ক্লাসের অন্যান্য ছাত্ররা বিষয়টি জানায়। তাঁরা ক্লাসে গিয়ে দেখেন, অনেক ছাত্র অনুপস্থিত। সম্ভবত তারা পাঁচিল টপকে চলে যায়। হোম কর্তৃপক্ষকে বিষয়টি তৎক্ষণাৎ জানানো হয়। হোম কর্তৃপক্ষ এসে বাকি ছাত্রদের নিয়ে চলে যায়।
আরও পড়ুন: ২ তৃণমূল কর্মীর মৃত্যুর পরে উত্তাল চোপড়া! বিক্ষোভ-অবরোধের জেরে মোতায়েন পুলিশ
আরও পড়ুন: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই
বহরমপুর জল ট্যাঙ্ক মোড়ে অবস্থিত এই নজরুল ইসলাম হোম। রাজ্যে সরকারের জুডিসিয়াল বিভাগের অধীনে পরিচালনা হয়। বহু ছাত্র এখানেই থাকে। হোম থেকে একশো মিটার দূরে অবস্থিত বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে ছাত্ররা পড়াশোনা করে। তবে একসঙ্গে সরকারী হোম থেকেই এত ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এখনও পর্যন্ত মুখ খোলেনি হোম কর্তৃপক্ষ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Murshidabad news