Football World Cup 2018

মহিলার মাথায় ভেঙে পড়ল গাছ ! দেখুন সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ

Siddhartha Sarkar
Updated:Jul 23, 2017 09:34 AM IST
মহিলার মাথায় ভেঙে পড়ল গাছ ! দেখুন সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ
Siddhartha Sarkar
Updated:Jul 23, 2017 09:34 AM IST

#মুম্বই: আস্ত একটা নারকেল গাছ ভেঙে পড়ল মহিলার মাথার উপর ! সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন নীল টি-শার্ট পরা ওই মহিলা ৷ মুম্বইয়ের চেম্বুর এলাকার সেই ভয়াবহ ছবি বন্দি সিসিটিভিতে। বৃহস্পতিবার মর্নিং ওয়াকে বেরিয়ে দুর্ঘটনায় পড়েন ওই এলাকার বাসিন্দা কাঞ্চন নাথ।

আচমকাই তাঁর ওপর ভেঙে পড়ে গাছটি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আইসিইউ-তে ভর্তি করলেও তাঁকে বাঁচানো যায়নি। কাঞ্চন নাথের উপর গাছ ভেঙে পড়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে আসে। ঘটনায় এলাকার প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। এই কাণ্ডে স্থানীয় প্রশাসনকেই দুষছেন স্থানীয় বাসিন্দারা।

৫৮ বছরের কাঞ্চন নাথ ছিলেন দুরদর্শনের প্রাক্তন সঞ্চালক ৷চেম্বুরের সন্ত ভেঙ্কাইয়া মার্গে প্রতিদিনের মতোই যোগাসন সেরে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি ৷ এরপরেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ দেখুন সেই ভিডিও.......

First published: 08:28:31 PM Jul 22, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर