Football World Cup 2018

অধিনায়কত্ব ছেড়েই দিলেন ধোনি !

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 04, 2017 10:35 PM IST
অধিনায়কত্ব ছেড়েই দিলেন ধোনি !
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 04, 2017 10:35 PM IST

#রাঁচী : টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনেকদিন আগেই ৷ এবার ওয়ান ডে এবং টি ২০ ফর্ম্যাটকে এখনই হয়তো বিদায় জানালেন না ৷ কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিলেন ভারতীয় ক্রিকেটের ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি ৷ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের পদও ছেড়ে দিলেন তিনি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দল নির্বাচনের আগেই ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি ৷

ধোনির এই সিদ্ধান্ত যে একেবারে অকস্মাৎ ৷ তা বলাই বাহুল্য ৷ অন্তত ইংল্যান্ড সিরিজের আগে তিনি যে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, তা হয়তো কেউই আন্দাজ করতে পারেননি ৷ নির্বাচকরা সিরিজের জন্য দল নির্বাচনে বসার আগেই ভারতীয় দলের অধিনায়কত্বের পদ থেকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিসিআইকে আজ জানিয়ে দিলেন মাহি ৷

ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক এখন শুধুই খেলোয়াড় হিসেবে দেশের সেবা করতে চান৷ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টি-২০ সিরিজে দল নির্বাচনের জন্য ধোনিকে ‘খেলোয়াড় হিসেবেই ভাবা হোক, ক্যাপ্টেন হিসেবে নয়’-এমন ইচ্ছাপ্রকাশই করলেন দেশকে ২৮ বছর পর বিশ্বকাপ এনে দেওয়া মানুষটি৷

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার অধিনায়কত্ব করেছেন ধোনি ৷ তারপর মাঝের সময়টা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ছিল কোহলির ভারত ৷ এই লম্বা গ্যাপের পর আবার এ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজ ৷ সেখানে আর ধোনি নয়, অধিনায়কের ভূমিকায় এবার দেখা যাবে বিরাট কোহলিকেই ৷ শুক্রবারই ভারতীয় ওয়ান ডে-টি২০ দলের নতুন অধিনায়কের নাম সরকারিভাবে ঘোষণা করা হবে ৷

অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য আকাশছোঁয়া ৷ রেকর্ডের বিচারে ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে  সফল অধিনায়ক ধোনিকেই বলা চলে ৷ কারণ টি২০ এবং ওয়ান ডে মিলিয়ে ভারতকে দু’দু’টো বিশ্বকাপ ট্রফি এনে দিতে পেরেছেন একমাত্র তিনিই ৷

First published: 09:51:41 PM Jan 04, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर