Football World Cup 2018

ধোনির প্রাক্তন প্রেমিকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল !

Siddhartha Sarkar
Updated:Jun 29, 2017 01:21 PM IST
ধোনির প্রাক্তন প্রেমিকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল !
এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
Siddhartha Sarkar
Updated:Jun 29, 2017 01:21 PM IST

#রাঁচি: কোটি কোটি ভারতীয় তাঁর ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির ফ্যান ৷ দেশে অনেকেই তাঁকে সর্বকালের সেরা অধিনায়ক বলে মনে করেন ৷ কিন্তু বায়োপিক না হওয়া পর্যন্ত অনেকেই তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে হয়তো খুব বেশি জানতেন না ৷ হ্যাঁ, ঠিক ধরেছেন এখানে কথা হচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷

বায়োপিকে ক্যাপ্টেন কুলের প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা ঝাঁ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন দেশবাসী ৷ একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রিয়াঙ্কার মৃত্যু হয় বলেই জানা যায় ৷ পর্দায় প্রিয়াঙ্কা ঝা-র ভূমিকায় অভিনেত্রী দিশা পাটানিকে দেখা গেলেও বাস্তবে প্রিয়াঙ্কা কেমন দেখতে ছিলেন, তা অধিকাংশ মানুষেরই এতদিন অজানা ছিল ৷ কিন্তু ফেসবুকে একটি মেয়ের সঙ্গে ধোনির ছবি এখন অত্যন্ত ভাইরাল ৷ এই মেয়েটিই যে  প্রিয়াঙ্কা , সে সম্পর্কে এখন অধিকাংশ মানুষই নিশ্চিত ৷

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক না হওয়া পর্যন্ত খুব বেশি মানুষ হয়তো প্রিয়াঙ্কার সম্পর্কের কথা জানতেনও না ৷ আর তাঁর কোনও ছবিও আজ পর্যন্ত দেখা যায়নি ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট হতেই রাতারাতি সেটি ভাইরাল ৷  ১৩ বছর আগে  নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি যখন খেলায় ব্যস্ত ছিলেন, ওই সময় গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিয়াঙ্কা ঝা। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি। ছবিটি আদৌ প্রিয়াঙ্কার কী না, সেব্যাপারে কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তবে ছবিটি যে দারুণ সাড়া ফেলেছে, সেসম্পর্কে কোনও সন্দেহ নেই ৷

First published: 08:35:34 PM Jun 28, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर