#কলকাতা: স্কটল্যান্ডে শিল্প বৈঠকের আগেই সুখবর। রাজ্যে ফের বিপুল কর্মসংস্থানের সুযোগ। মিৎসুবিশির মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে এরাজ্যে। লন্ডনে বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হলদিয়ায় নতুন বিনিয়োগের আশ্বাস শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের।
রাজ্যে বিনিয়োগ টানতে বিলেত সফরে মুখ্যমন্ত্রী। লন্ডনে ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বৈঠকে উদ্দেশ্য সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই দাবি রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্রের। টিসিজি-র কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায় হলদিয়ায় আরও বিনিয়োগের আশ্বাস দিলেন। মিৎসুবিশি কেমিক্যালের মাধ্যমে বিনিয়োগ হবে রাজ্যে। অনুসারি শিল্পের মাধ্যমেই কর্মসংস্থানের নতুন দরজা খুলছে।
রাজ্যে আরও বিনিয়োগ
-মিৎসুবিশির কোনও অনুসারি শিল্প ছিল না
-বাই প্রোডাক্ট চলে যেত ভিন রাজ্যে
-এবার হলদিয়ায় তৈরি হবে অনুসারি শিল্প
-বাই প্রোডাক্ট থেকে বিভিন্ন পণ্য তৈরি হবে
শিল্পমন্ত্রী অমিত মিত্রের দাবি, টিসিজি-র নতুন বিনিয়োগে ধাপে ধাপে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে।
এর আগে হলদিয়া পেট্রোকেমিক্যাল ফের চালু হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু কর্মসংস্থান হয়েছিল বলেও জানান শিল্পমন্ত্রী। ফের বিনিয়োগের আশ্বাসে রাজ্যের শিল্প মানচিত্রের ভাবমূর্তি আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে।