#কলকাতা: সৌমিত্র-প্রসেনজিতের যুগলবন্দি। বাবা-ছেলের সম্পর্কের রসায়ন। ময়ুরাক্ষীর শ্রোতের মতো দু-জনের সম্পর্ককে ধরতে চেয়েছেন পরিচালক অতনু ঘোষ।
ছবির ট্রেলর দেখলে সেটা আরও পরিস্কার হয়ে যায়। মুক্তি পেল ময়ুরাক্ষী ছবির ট্রেলর। সৌমিত্র ও প্রসেনজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা ও গার্গী।