#হরিয়ানা: হরিয়ানার এক মুসলিম ব্যক্তিকে বেধড়র মারধর করার অভিযোগ উঠে গো-রক্ষক বাহিনীর বিরুদ্ধে ৷ ঘটনাটি রাজস্থানের আলওয়ার জেলার ৷ ঘটনার তিনদিন পর সোমবার রাতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে ৷
মৃত ব্যক্তির নাম পেহেলু খান ৷ গো-রক্ষক বাহিনীর সন্দেহ হয় যে রাজস্থান দিয়ে ওই ব্যক্তি গরু পাচার করছিল ৷ তবে তার মৃত্যু পর একদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷
সূত্রের খবর, খান-সহ চারজনকে মারধর করে গো-রক্ষকরা ৷ তাদের কাছে গরু কেনার নথি থাকলেও তাদের উপর হামলা চালানো হয় ৷ পয়লা এপ্রিল ন্যাশনাল হাইওয়েতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ দলের সদস্যরা তাদের গাড়ি আটকায় ৷
ছ’জন ব্যক্তি ও ২০০ অচেনা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খুনের মামলা দায়ের করা হয়েছে ৷