মালদহ: অবাক কাণ্ড! দিব্য গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, অথচ মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তার বদলে ভোটার তালিকার মৃতদের তালিকায় নাম রয়েছে। এক জন, দু-জন নয়, জীবিত থেকেও গ্রামের ৪৪ জনের নাম এসেছে মৃতদের তালিকায়। গত বিধানসভা ভোটের সময়েও তালিকায় নাম ছিল প্রত্যেকের। অথচ এই বছর নতুন ভোটার তালিকা প্রকাশ হতেই বিষয়টি নজরে এসেছে স্থানীয়দের।
মৃতদের তালিকায় নাম থাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের প্রায় ৪৪ জন ভোটার মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমাও পড়েছে ব্লক প্রশাসনের কাছে। নতুন তালিকা হাতে পেয়ে বিষয়টি জানতে পারেন বুথ স্তরের অফিসার। তিনিই ভোটারদের বিষয়টি জানান। তারপর থেকেই ক্ষোভ প্রকাশ করছেন গ্রামের বাসিন্দারা।
এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন গ্রামের বাসিন্দারা। এই নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন ক্ষুদ্ধ গ্রামের বাসিন্দারা। মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ পঞ্চায়েত এলাকার ঘটনা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগে এমন ঘটনায় শোরগোল পড়েছে শ্মশানি গ্রামের ৭৪ ও ৭৫ নম্বর বুথে। দু’টি তালিকা মিলিয়ে প্রায় ৪৪ জন ভোটার মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা করেছে ব্লক প্রশাসনের কাছে। এমনই তথ্য প্রকাশ্যে আসতেই ভোটাররা বিডিওর দারস্থ হয়েছেন।
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও মামুন আক্তার। কে বা কারা অনলাইনে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করেছে সে বিষয়েও তদন্ত করে দেখা হবে। ঘটনায় অভিযুক্তদের প্রয়োজনীয় আইনত হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা।
হাতে রয়েছে নিজেদের ভোটার কার্ড। এ দিকে নতুন তালিকায় মৃতদের মধ্যে নাম রয়েছে। বিষয়টি জানতে পেরেই ইতিমধ্যে চিন্তিত হয়েছেন এলাকার ৪৪ জন ভোটার। ভোটারদের অভিযোগ তাঁরা বর্তমানে জীবিত, তাঁদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকা থেকে নাম বাতিলের আবেদন জানিয়েছেন কেউ বা কারা। অথচ তাঁরা দিব্যি বেঁচে রয়েছেন। ভোটারদের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাঁরা। এই বিষয়ে নাকিমুদ্দিন আহমেদ বলেন, ‘‘আমাদের অজান্তেই হয়েছে। কেউ বা কারা ইচ্ছে করে এমনটা করছে। ক্ষমতা ধরে রাখতে এই সমস্ত কিছু করা হচ্ছে। আমরা রাজনীতির স্বীকার। সমস্যার সমাধান না হলে আগামীতে আমরা ভোট বয়কট বা বৃহত্তর আন্দোলনে নামব’’।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda