হোম /খবর /মালদহ /
বর্ষায় কাদামাখাটাই এখানকার ৫০০০ মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার! কেন জানেন...

Malda News: বর্ষায় কাদা মেখেই যাতায়াত করতে হয়, স্বাধীনতার ৭৫ বছরেও পাকা রাস্তা না পেয়ে হতাশ গ্রামবাসীরা

X
title=

কোন‌ও যানবাহন ঢুকতে পারে না গ্রামে। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলেও অ্যাম্বুলেন্স ঢোকে না! এদিকে এই রাস্তাটির কোন‌ও বিকল্প পথ‌ও নেই পাঁচটি গ্রামের মানুষের কাছে। সবমিলিয়ে রাস্তার জন্য নাজেহাল অবস্থা রতুয়ার ভাদো ও দেবীপুর-২ পঞ্চায়েতের বাসিন্দাদের।

আরও পড়ুন...
  • Share this:

মালদহ: গ্রামের রাস্তাটা আজ‌ও পাকা হয়নি। এই কাঁচা রাস্তাটাই শীত-গ্রীষ্ম-বর্ষা একমাত্র ভরসা রতুয়ার ভাদো ও দেবীপুর-২ পঞ্চায়েতের পাঁচটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের। সামনেই বর্ষাকাল আসছে। আর বর্ষা মানেই কাঁচা রাস্তা কাদার তালে পরিণত হয়। সেই কাদা মেখেই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের।

রাস্তা পাকা না হ‌ওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিও হচ্ছে না। বর্তমানে কোন‌ও যানবাহন ঢুকতে পারে না গ্রামে। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলেও অ্যাম্বুলেন্স ঢোকে না! এদিকে এই রাস্তাটির কোন‌ও বিকল্প পথ‌ও নেই পাঁচটি গ্রামের মানুষের কাছে। সবমিলিয়ে রাস্তার জন্য নাজেহাল অবস্থা রতুয়ার ভাদো ও দেবীপুর-২ পঞ্চায়েতের বাসিন্দাদের।

আরও পড়ুন: বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট, উপচে পড়ল দর্শকদের ভিড়

গ্রামবাসীদের অভিযোগ, বারবার এই রাস্তা পাকা করার দাবি তোলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন‌ও উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, "কয়েক পুরুষ ধরে আমরা এখানে বসবাস করছি। আমাদের গ্রামের যোগাযোগের রাস্তা এখনও তৈরি হয়নি। কাঁচা রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। বর্ষার সময় আমাদের চরম সমস্যায় পড়তে হয়।" হিসেব বলছে রতুয়া-১ ব্লকের ভাদো পঞ্চায়েতের চাপড়া গ্রাম থেকে দেবীপুর পঞ্চায়েতের দুর্গাপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা কাঁচা মাটির তৈরি। স্বাধীনতার ৭৫ বছর পরেও এটি পাকা হয়নি। এই বিষয়ে মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, "রাজ্য সরকারের নতুন প্রকল্প রাস্তাশ্রী। এই প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক গ্রামীণ রাস্তা তৈরির পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা আশা করছি ওই এলাকার জনপ্রতিনিধি রাস্তাটিকে প্রকল্পের আওতায় নিয়ে আসবেন।" তবে স্থানীয় জনপ্রতিনিধি উদ্যোগ না নিলে তিনি নিজে রাস্তাটিকে রাস্তাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করে পাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সভাধিপতি।

হরষিত সিংহ

Published by:Kaustav Bhowmick
First published: