#মালদহ : প্রতিবেশির পাওয়া টাকা আসলে যে জাল নোট জানত না যুবক। মালদহের কালিয়াচক থেকে টাকা মালবাজার নিয়ে যাওয়ার পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে ধড়া পড়ে হতবাক হলেন ওই যুবক। রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কর্তাদের প্রাথমিক অনুমান জাল নোট সমেত গ্রেফতার যুবক পেশায় সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে তিনি মালবাজার জিআরপি থানায় কর্মরত। যদিও অভিযুক্ত যুবক অস্বীকার করেছে। সে পেশায় ছোট ব্যাবসায়ী। জলপাইগুড়ি জেলার মালবাজার থানার বিধানপল্লী এলাকার বাসিন্দা। তারাপীঠ গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফেরার পথে কালিয়াচকে এক জন টাকা গুলি তাকে দিয়েছিল।
তার দাবি, প্রতিবেশী এক ব্যাক্তির টাকা। ফোন মারফৎ তাকে টাকা নেওয়ার জন্য বলা হয়েছিল। কালিয়াচকের এক ব্যক্তি তাকে টাকা গুলি দিয়ে যায়। তার জানা ছিল না সেগুলি জালনোট। কালিয়াচকের ওই ব্যাক্তিকে চেনে না সে। প্রতিবেশি কথায় টাকা গুলো নিয়েছিল। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য পুলিশের এসটিএফের কর্তারা হানা দেয় মালদহ শহরের রথবাড়ি এলাকায়। সন্দেহজনক যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার করে জাল নোটের বান্ডিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শুভ নন্দি (৩৪)। বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লি এলাকায়।তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩৯ হাজার টাকার জাল নোট । গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত যুবক তারাপীঠ থেকে মালদহ হয়ে নিজের বাড়ি ফিরছিল। পথে মালদহ শহরের রথবাড়িতে এসটিএফ তাকে আটক করে। শুক্রবার এসটিএফের পক্ষ থেকে অভিযুক্তকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
Harashit Singha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, North Bengal