হোম /খবর /মালদহ /
সরস্বতী পুজোর সকালে ভয়ানক ঘটনার সাক্ষী থাকল মালদহ! এলাকায় আতঙ্ক

Malda News: সরস্বতী পুজোর সকালে দোকান খুলতেই এ কী দেখলেন মালিক, ভয়ানক ঘটনা মালদহে

সোনার দোকানে দুঃসাহসিক চুরি 

সোনার দোকানে দুঃসাহসিক চুরি 

Malda New সরস্বতী পুজোর সকালে ভয়ানক ঘটনার সাক্ষী থাকল মালদহের মানিকচকের পাচিশা এলাকা।

  • Share this:

মালদহ: সরস্বতী পুজোর সকালে ভয়ানক ঘটনার সাক্ষী থাকল মালদহের মানিকচকের পাচিশা এলাকা। বুধবার রাতে সোনার দোকানের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দুঃসাহসিক চুরি করে পালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে আসে ব্যবসায়ীর।

দোকানের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রূপোর অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি ব্যবসায় খবর দেন মানিকচক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। স্বর্ণ ব্যবসায়ের পক্ষ থেকে মানিকচক থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল

আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া

ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। মালদহের মানিকচকের পাচিশা এলাকায় রামপ্রসাদ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাত ন'টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা বাইরের সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলেছে কেউ। দোকানের ভিতরে ঢুকে দেখেন লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে সমস্ত কিছু।

দোকানে রাখা ছিল কয়েক লক্ষ টাকার সোনা ওর রুপোর অলংকার। দুষ্কৃতীরা সমস্ত কিছুই নিয়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী।এলাকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে গভীর রাতে চুরির ঘটনায় এদের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশাপাশি আশেপাশের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে ব্যবসায়ী রামপ্রসাদ পোদ্দার বলেন, সকালে দোকানে এসে দেখি তালা ভাঙা।

সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। দোকানের ভেতরে একাধিক ড্রয়ার লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভেতরে সোনা ও রুপোর অলংকার রাখা ছিল। আমি এখনো সমস্ত কিছু খতিয়ে দেখিনি কি কি চুরি হয়েছে। পুলিশকে খবর দিয়েছি পুলিশ এসে সেই ঘটনার তদন্ত করবে। আমার দোকানে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর অলংকার ছিল।

হরষিত সিংহ

Published by:Uddalak B
First published:

Tags: Crime News, Maldah