#মালদহ: লড়ির কেবিন থেকে উদ্ধার ব্যাগ ভর্তি নামিদামি কোম্পানির মোবাইল ফোন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মালদহের ভারত- বাংলাদেশ সীমান্তের মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা লড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ব্যবহার করা মোবাইল ফোনগুলি। উদ্ধার মোবাইল ফোন গুলির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজারের লুকোচুরি ফাঁড়ির পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল মোবাইল ফোন গুলি। একজনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়েবৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার অন্তর্গত লুকোচুরি পুলিশ ফাঁড়ির একটি পুলিশের টিম অভিযান চালায়। পার্কিং এ দাঁড়িয়ে থাকা লড়িগুলিতে তল্লাশি অভিযান চালায়। একটি লড়ির কেবিনে তল্লাশি চালিয়ে উদ্ধার করে সন্দেহ জনক একটি ব্যাগ। ব্যাগটি খুলে দেখেন পুলিশ। উদ্ধার হয় ব্যাগ ভর্তি নামিদামি কোম্পানির মোবাইল। ব্যাগের ভেতর থেকে বিভিন্ন কোম্পানির দামি ৫২ টি মোবাইল উদ্ধার হয়েছে। ঘটনায় লুকোচুরি ফাঁড়ির পুলিশ একজনকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম, শামীম সেখ(২৪)। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান মোবাইল গুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। উদ্ধার মোবাইল ফোন গুলি ব্যাবহার করা। বাংলাদেশ সেগুলি চোরা বাজারে বিক্রি হতো। পুলিশের নজর এড়িয়ে যেতে পণ্য বোঝাই লড়ির কেবিনে করে মোবাইল বাংলাদেশ পাচারের চেষ্টা করে। উদ্ধার মোবাইল ফোন গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার মোবাইলফোন গুলি চোরাই হওয়ার সম্ভাবনাও রয়েছে। সবদিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই পাচার চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না তারও তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ধৃতকে মালদহ জেলার আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। Harashit Singha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Malda