হোম /খবর /মালদহ /
ড্রেন ডাস্টবিন হলে যা হয়! নোংরা জলে ভাসছে রাস্তা

Malda News: ড্রেন যেন ডাস্টবিন! নর্দমা দিয়ে যেতে না পেরে নোংরা জল ভাসিয়ে দিচ্ছে রাস্তা

X
title=

দুই থেকে তিনশো মিটার এলাকাজুড়ে রাস্তার ওপর জমে আছে নর্দমার নোংরা জল। পিচের রাস্তায় এই জল জমে থাকায় নিত্যদিন যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনই নোংরা জলের উপর দিয়ে হেঁটে যেতে সমস্যায় পড়ছেন পথচারীরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: বর্ষাকাল নয়, তবুও রাস্তায় জমে নোংরা জল। ফলে যাতায়াত করতে পারছে না স্থানীয় বাসিন্দারা। প্রখর গ্রীষ্মে যখন চারিদিকে জলসঙ্কট দেখা দিতে শুরু করেছে ঠিক তখন নর্দমা উপচে রাস্তা ভর্তির নোংরা জলের এই দৃশ্য চমকে দিতে পারে আপনাকে। তবে কালিয়াচকের মানুষের কাছে এটা বিস্ময় নয়, যন্ত্রণার ঘটনা।

মালদহের কালিয়াচক-১ ব্লকের সিলামপুর এলাকার প্রায় দুই থেকে তিনশো মিটার এলাকাজুড়ে রাস্তার ওপর জমে আছে নর্দমার নোংরা জল। পিচের রাস্তায় এই জল জমে থাকায় নিত্যদিন যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনই নোংরা জলের উপর দিয়ে হেঁটে যেতে সমস্যায় পড়ছেন পথচারীরা। রাস্তার দুই পাশের দোকান ও বেশ কিছু পরিবারের সদস্যদের নিত্যদিন সমস্যা হচ্ছে এই জমা জলের কারণে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নোংরা জল পরিষ্কার করার জন্য বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে তাঁরা দরবার করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

আরও পড়ুন: সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে তো? জানতে একই দিনে দুয়ারে ডাক্তার ও দুয়ারে সরকার শিবিরে ঢুঁ জেলাশাসকের

২০০৮ সালে সিলামপুরে জল নিকাশির জন্য তৈরি হয়েছিল ড্রেন। এর ফলে জল জমার সমস্যা অনেকটাই মিটেছিল। গ্রামবাসীদের অভিযোগ, ড্রেনটি তৈরির পর থেকে একবারের জন্য‌ও সংস্কার করা হয়নি। আর সেই কারণেই নোংরা আবর্জনা জমে ড্রেনটির মুখ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলের নোংরা জল সেখান থেকে বের হতে পারছে না। দ্রুত ওই ড্রেন পরিষ্কার না করলে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা।

হরষিত সিংহ

Published by:kaustav bhowmick
First published: