হোম /খবর /মালদহ /
গাড়িভর্তি আসবাব দেখে চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই! আক্রান্ত পুলিশও, আসল ঘটনা কী

Malda News: গাড়িভর্তি আসবাব দেখে চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই! আক্রান্ত পুলিশও, আসল ঘটনা কী

গাড়িতে আগুন উত্তেজিত জনতার 

গাড়িতে আগুন উত্তেজিত জনতার 

Malda News: বাসিন্দাদের প্রাথমিক অনুমান, চুরি করা জিনিস গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। একটি স্কুটি, ফ্রিজ, বাসনপত্র ও বাড়ির আসবাবপত্র। সেগুলোও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন মালদহ থানার পুলিশ।

  • Share this:

মালদহ: ভোর না হতেই পিকআপ ভ্যান ঘুরছে গ্রামের রাস্তায়। গাড়িতে রয়েছে ফ্রিজ, স্কুটি, বাসনপত্র-সহ আসবাবপত্র। সন্দেহ হয় গ্রামের বাসিন্দাদের। সন্দেহজনক গাড়িটি আটক করতেই পালিয়ে যায় একজন। গাড়িতে থাকা বাকি দুই জনকে আটক করে বাসিন্দারা। চোর সন্দেহে দুই যুবককে আটক করে গণধোলাই শুরু হয়। উত্তেজিত জনতা পিক আপ ভ্যানে আগুনও ধরিয়ে দেয়।

বুধবার ভোরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহের ভাবুক মিনাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকেও হেনস্থা করে বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জখম দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে অভিযুক্ত দুই যুবক পুলিশে হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড জলপাইগুড়িতে! দাউদাউ করে জ্বলছে চলন্ত স্কুটি! দেখুন ভিডিও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর নাগাদ পিকআপ ভ্যানে করে তিনজন যুবক মালপত্র নিয়ে যাচ্ছিলেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রাম থেকে সেগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিলেন অভিযুক্তরা। বাসিন্দাদের নজরে এলে ওই যুবকদের ধাওয়া করেন তাঁরা। অবশেষে পুরাতন মালদহের ভাবুক মিনাপাড়া এলাকায় চোর সন্দেহে তিনজন যুবককে ধরে ফেলেন বাসিন্দারা।

আরও পড়ুন:  জীবন‌যুদ্ধের লড়াই! টোটো চালিয়েই সংসার চলে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের

এক জন যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও দু'জন যুবককে ধরে চলে ব্যাপক গণধোলাই। মারধোরের পাশাপাশি পিকআপ ভ্যানে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে পিকআপ ভ্যান। বাসিন্দাদের প্রাথমিক অনুমান, চুরি করা জিনিস গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। একটি স্কুটি, ফ্রিজ, বাসনপত্র ও বাড়ির আসবাবপত্র। সেগুলোও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন মালদহ থানার পুলিশ।

দুই যুবককে উদ্ধার করতে গেলে দুই জন পুলিশ কর্মী আক্রান্ত হন। অবশেষে পুলিশের তৎপরতায় ঘটনা স্বাভাবিক হলে দুই যুবককে আটক করে মালদহ থানায় নিয়ে যায় এবং পুড়ে যাওয়া পিকআপ ভ্যানটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই জন পুরনো সামগ্রী কেনার ব্যবসা করে। পুলিশি জেরায় একথা স্বীকার করেছে অভিযুক্তরা। তবে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

হরষিত সিংহ

Published by:Teesta Barman
First published:

Tags: Malda News