হোম /খবর /মালদহ /
এ কী দেখা মিলল মালদহে, দুর্লভ জিনিস দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়

Malda News: এ কী দেখা মিলল মালদহে, দুর্লভ জিনিস দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়

X
দুষ্প্রাপ্য [object Object]

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দূরবীন মালদহে দেখা মিলল। একটি নয়, মালদহে মোট দুইটি দূরবীন দেখতে ভিড় পড়ুয়া থেকে উৎসাহি জনতার।

  • Share this:

মালদহ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দূরবীন মালদহে দেখা মিলল। একটি নয়, মালদহে মোট দুইটি দূরবীন দেখতে ভিড় পড়ুয়া থেকে উৎসাহি জনতার। একটি দূরবীন মিত্র শক্তি পক্ষের ও অপরটি জার্মান সেনাবাহিনীর বলে দাবি করছেন সংগ্রাহক। বৃহস্পতিবার অর্ন্তজাতিক সংগ্রহশালা দিবস। সেই উপলক্ষে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও মালদহ নিউমিসমেটিক এন্ড কালেক্টরস ফোরামের যৌথ উদ্যোগে প্রত্নতাত্ত্বিক ও দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এই প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

সেখানের জেলার বিভিন্ন প্রান্তের বেশকিছু মানুষের তাদের সংগ্রহের বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত হন। উল্লেখযোগ্য হিসাবে ছিল বিভিন্ন দেশের কলম, মুদ্রা, প্রাচীন পত্রিকা থেকে শুরু করে ডাক টিকিট, প্রাচীন অস্ত্র পুঁথি থেকে বিভিন্ন জিনিস। যেগুলি বর্তমানে প্রায় দুষ্প্রাপ্য। সেগুলির মধ্যে নজর কেড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি দূরবীন। মালদহের মানিকচক শিক্ষা নিকেতনের ইতিহাস বিষয়ের শিক্ষক সন্দীপ কাঞ্জিলাল। তাঁর কাছে রয়েছে এই দুটি দূরবীন। তিনি তাঁর এক বন্ধুর মাধ্যমে সেই দুটি বিদেশ থেকে নিলামে কিনেছেন।

আরও পড়ুন-সাংঘাতিক! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রোগী-সহ অ্যাম্বুল্যান্স! শোরগোল

আরও পড়ুন-নিম্ন মানের খাবার! স্কুলে অনিয়মিত শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ অভিবাবকদের

তিনি দাবি করেন, এই দুটি দূরবীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। দূরবীন দুটি তৈরির সময় কাল ওই সময়ের। এছাড়াও দুটি দূরবীন বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও তাঁর কাছে নানান অস্ত্র থেকে বহু প্রাচীন পত্রিকা রয়েছে। সন্দীপ কাঞ্জিলাল বলেন, খুব ছোট থেকেই আমার এই সখ। ছোট বেলা থেকে নানান সামগ্রি নিজের কাছে জোগাড় করি। বিভিন্ন জায়গা থেকে বহু দুষ্প্রাপ্য জিনিস নিয়ে এসেছি। এই গুলো বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে নিয়ে যায়। সাধারণ মানুষ যেন এই গুলো দেখার সুযোগ পায়। পাশাপাশি প্রাচীন বিষয়বস্তু সঠিক ভাবে জানতে পারে।

হরষিত সিংহ

First published: