মালদহ: প্রতিটি রুটেই সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে। বেসরকারি বাসেযাত্রী হচ্ছেনা। তার উপর রাস্তায় পুলিশি হয়রানি থেকে ট্রাফিক সমস্যা, সব কিছুর চাপ নাকি বেসরকারি বাসের উপর। বিভিন্ন সমস্যায় জেরবার বেসরকারি বাস মালিকেরা। যাত্রী হচ্ছে না বেসরকারি বাসে। তাই যাত্রী ধরতে অভিনব কৌশল বেসরকারি বাস মালিকদের।সরকারি বাসের আদলে রং করা হচ্ছে বেসরকারি বাসে। তেমনই বাসের নামেও থাকছে বিশেষ কারসাজি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আদলে লেখা হচ্ছে বাসের গায়ে নাম। শুধুমাত্র যাত্রী নয়, ট্রাফিক পুলিশের চোখে ফাঁকি দিতে নাকি এমন উদ্যোগ গ্রহণ করছেন বাস মালিকেরা।
আরও পড়ুন: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
আরও পড়ুন: কেক তৈরি হচ্ছে রসমালাই-রাবড়ি দিয়ে, নতুন মিষ্টি-প্রেমে মজেছে বাঙালি!
যাত্রীরা চেষ্টা করেন সরকারী বাসে যাতাযাত করার। কিন্তু বর্তমানে মালদহ থেকে প্রায় প্রতিটি রুটের বেসরকারি বাসগুলি সরকারী বাসের আদলে রং করছে। ফলে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি বাসে চেপে বসছেন। বাস কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে।যাত্রীদের অভিযোগ, সরকারি বাসের বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের রং নকল করে বেসরকারি বাসে রং করা হচ্ছে। পাশাপাশি বাসে লেখা হচ্ছে এনবিটিসি, এনবি। যা দেখে অনেক যাত্রীরা সরকারি বাস ভেবে ফেলছেন।বেসরকারি বাস পরিবহন কর্মীরা জানান, "পরিস্থিতি বর্তমানে যা হয়েছে তাতে আমাদের সরকারি গাড়ির রং করতে হচ্ছে কারণ এই রঙ দেখলে আমরা স্ট্যান্ডে দাঁড়াতে পারি এবং পুলিশও আমাদের কিছু বলে না। আমাদের বেসরকারি বাসে যে যেমন পারছে নীল,সাদা বা অন্য রং করছে।"যদিও বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে জেলা প্রশাসনের। সরকারি বাসের আদলে বেসরকারি বাস রং করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত করার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News