হোম /খবর /মালদহ /
বাজারে হু-হু করে বাড়ছে আলুর দাম! নিয়ন্ত্রণে আনতে হিমঘরের নয়া নিয়ম! জানুন

Potato Price: বাজারে হু-হু করে বাড়ছে আলুর দাম! নিয়ন্ত্রণে আনতে হিমঘরের নয়া নিয়ম! জানুন

X
হিমঘর [object Object]

Potato Price: গত কয়েকদিন ধরে খোলা বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আলুর দাম। ইতিমধ্যে পনেরো টাকা কেজি ছাড়িয়েছে আলুর দাম। অনেক জায়গায় খোলা বাজারে কুড়ি টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে আলু। 

  • Share this:

মালদহ:  গত কয়েকদিন ধরে খোলা বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আলুর দাম। ইতিমধ্যে পনেরো টাকা কেজি ছাড়িয়েছে আলুর দাম। অনেক জায়গায় খোলা বাজারে কুড়ি টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে আলু। চলতি মরশুমে আলুর ফলন ভাল হওয়ায় বাজারের দাম কম হওয়ার সম্ভাবনা ছিল। এমনকি প্রথমদিকে বাজারে আলুর দাম খুব স্বাভাবিক ছিল। এবছর ফলন ভাল হওয়ায় কৃষকেরা বেশি পরিমাণে আলু হিমঘরে মজুদ রেখেছে। হিমঘরে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় সময়ের আগে আলু বাইরে বার করতে পারছেন না কৃষকেরা। এদিকে বাজারে ব্যাপক হারে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আলুর দাম।

এমন পরিস্থিতিতে এ বছর অগ্রিম হিমঘর খুলে দেওয়ার পরিকল্পনা মালদহ জেলা হিমঘর কর্তৃপক্ষের।বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আগামী ১০ মে জেলার সমস্ত হিমঘর গুলি খুলে দেওয়া হবে। এর ফলে বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু মিলবে। এই নিয়ে জেলার হিমঘর মালিকদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলার সমস্ত হিমঘর মালিকেরা উপস্থিত ছিলেন।মালদহ জেলার কমবেশি ১৫টি ব্লকেই আলু চাষ হয়। জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে আলু চাষে।

 আরও পড়ুন: রাতে ঘুমোলেই দম আটকে আসে? খিদে কমে যাচ্ছে? এই অসুখ করেনি তো! সাবধান

আরও পড়ুন:

তাই কৃষকরা যাতে লাভবান হয় ‌বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে থাকে তার জন্য মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় মালদহ কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশন সমস্ত হিমঘর গুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত হিমঘর কর্তৃপক্ষ। এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা, শিল্পদ্যোগী তথা সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোল্ড স্টোরেজগুলিকে বাঁচানোর যে উদ্যোগ নিয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী দশই মে হিমঘরগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হিমঘরে মজুদ রাখা আলু চাষিরা বাজারজাত করতে পারবে। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবে ঠিক অন্যদিকে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।

হরষিত সিংহ

Published by:Piya Banerjee
First published:

Tags: Malda News, Potato price