Home /News /malda /
Malda: সরকারি চিকিৎসকদের এক হাত নিলেন নির্মল মাজি

Malda: সরকারি চিকিৎসকদের এক হাত নিলেন নির্মল মাজি

কর্মী

কর্মী সম্মেলনে উপস্থিত বিধায়ক তথা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

সরকারি মেডিকেল কলেজে নিয়মিত ডিউটি না করায় চিকিৎসকের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি।

  • Share this:

    মালদহ: সরকারি মেডিকেল কলেজে নিয়মিত ডিউটি না করায় চিকিৎসকের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি। তিনি বলেন, মালদহ মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকদের একাংশ নিয়মিত ডিউটি করছেন না। সরকারি হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট প্র্যাকটিস বা নার্সিংহোমে গিয়ে রোগী দেখছেন। এদিকে সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীর। শুধু চিকিৎসক নয়, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তা আধিকারিকদের বিরুদ্ধেও সোচ্চার হন। প্রিন্সিপাল থেকে এমএসডিপি এমনকি অ্যাসিস্ট্যান্ট সুপারেরা নিয়মিত অফিসে আসছেন না। এমনই অভিযোগ করেছেন তিনি। প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান তথা বিধায়ক নির্মল মাঝি। রবিবার ওয়েস্টবেঙ্গল প্রোগ্রেসিভ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন মালদার শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কনফারেন্স রুমে চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় আয়োজিত এই সাংগঠনিক সভায় বিধায়ক নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সদস্যরা। এদিনের সম্মেলনে সাংগঠনিক ও কর্মীদের বিভিন্ন সমস্যা সহজ চিকিৎসা পরিকাঠামো বিষয় নিয়ে আলোচনা হয়। বিধায়ক নির্মল বাঁচিয়ে দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মাতৃমা বহির্বিভাগ পরিষেবা সহ মেডিকেল কলেজের হোস্টেল আবাসন সম্পর্কিত খোঁজখবর নেন। মেডিকেল কলেজের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি আগামীতে বিধানসভায় তুলে ধরার কথা জানান। কর্মী সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তিনি আলোচনা করবেন বলে জানান। প্রতিবেদক- হরষিত সিংহ

    First published:

    Tags: Malda, North Bengal

    পরবর্তী খবর