মালদহ: ইস্টার্ন রেলের নতুন জেনারেল ম্যানেজারের দায়িত্বভার গ্রহণ করলেন অমর প্রকাশ দ্বিবেদী। সোমবার থেকে তিনি এই দায়িত্ব নিলেন। এর আগে তিনি পূর্ব উপকূল রেলের প্রশাসনিক কর্মকর্তা ( নির্মাণ) পদে নিযুক্ত ছিলেন।
অমর দ্বিবেদী ১৯৮৭ সালে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাস করেন। তারপর পূর্ব রেলওয়েতে তার কর্মজীবন শুরু করেন। দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান প্রকৌশলী (নির্মাণ)-এর মতো বিভিন্ন পদে কাজ করেছেন । কলকাতা মেট্রো রেলের দায়িত্ব তিনি পালন করেন। তিনি রেলওয়ে বোর্ডে নির্বাহী পরিচালক/পাবলিক সেক্টর ইউনিট (পিএসইউ) হিসেবেও কাজ করেছেন।
তিনি ফ্রান্স থেকে হাই স্পিড ট্রান্সপোর্টেও প্রশিক্ষিত। পূর্ব উপকূল রেলওয়েতে প্রধান প্রশাসনিক কর্মকর্তা (নির্মাণ) হিসাবে কাজ করার সময়, অমর দ্বিবেদী নতুন লাইন চালু এবং দ্বিগুণ কাজের ক্ষেত্রে একটি রেকর্ড অর্জন করেছেন। নির্বাহী পরিচালক/পিএসইউ/রেলওয়ে বোর্ড হিসাবে তাঁর মেয়াদকালে, দ্বিবেদী এই পাবলিক সেক্টর ইউনিটগুলির জন্য একটি নতুন বৃদ্ধির পথ নির্ধারণের জন্য আইআরসিটিসি, আইআরসিওএন, আরআইটিইএস এবং আরভিএনএল-এর মতো রেলওয়ে পিএসইউ-এর আইপিও -তে অগ্রগতি করেন। অমর দ্বিবেদী তার অসাধারণ পারফরম্যান্সের জন্য মাননীয় রেলমন্ত্রী পর্যায়ে পুরস্কারের প্রাপকও।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eastern Railway