মালদহ: আমের জেলা মালদহ। এখানকার আমের ভারতজোড়া নাম। তা বিদেশেও বিখ্যাত রফতানি হয়। কিন্তু এই বছর আম গাছে পোকার উপদ্রব শুরু হয়েছে। আমের বোঁটায় ধরছে এই পোকা। তা আমের বোঁটা থেকে রস চুষে খেয়ে নেওয়ায় ঝরে পড়ছে আম। ফলে এই বছর ফলন বিশেষ একটা ভাল না হওয়ার আশঙ্কায় ভুগছেন আম চাষিরা। আর সেই আশঙ্কা সত্যি হলে বহু কোটি টাকার ক্ষতি হবে আম চাষের।
অথচ এই বছর গোটা বিষয়টা অন্যরকম হওয়ার কথা ছিল। আবহাওয়া অনুকূল থাকায় রেকর্ড আম ফলনের আশা করেছিলেন চাষিরা। কিন্তু তাঁদের সেই আশায় জল ঢেলে আম একটু বড় হতেই শুরু হয়েছে পোকার আক্রমণ। আমের বোঁটায় পোকার এই আক্রমণের জেরে ফল পাকার সুযোগই পাচ্ছে না। তার আগেই ঝরে পড়ছে। হলে মাথায় হাত আমি চাষিদের।
আরও পড়ুন: একদিনে ১২ টি বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জনের
তবে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে তৎপর হয়ে উঠেছে উদ্যান পালন দফতরের আধিকারিকরা। কীভাবে এই পোকার আক্রমণ থেকে আমকে বাঁচাতে হবে তা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁরা আম গাছের গোড়ার মাটির নতুন করে খুঁড়ে সেখানে কীটনাশক দেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে মাটিতে থাকা পোকার লার্ভা মারা যাবে। গাছে শুকনো ডাল, পাতা থাকলে সেগুলি ভেঙে আগুনে পুড়িয়ে দিলে মারা যায় এই পোকা। জেলাজুড়ে আম চাষিদের মধ্যে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, গত কয়েকদিন ধরে আমবাগান ও আমে দয়ে পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই সময় কৃষকদের এই পোকা মারার জন্য গাছের গোড়ার জমি চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও গাছের শুকনো ডালপালা আগুনে পুড়িয়ে দিলে এই পোকা মারা যাবে। পাশাপাশি আম গাছে নিম তেল স্প্রে করলেও এই পোকা চলে যাবে। তাঁর দাবি, অতিরিক্ত গরম পড়াতেই এই পোকার উৎপাত শুরু হয়েছে।
চলতি বছর মালদহে ৩১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। জেলায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই বছর। কিন্তু আমের বোঁটায় পোকার আক্রমণের জেরে সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, Malda News, Mango