মালদহ: রাস্তার পাশে বসে ছিল এক কিশোর। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি বোঝাই ট্র্যাক্টর তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোসমপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আসাদুল্লা শেখ(১৩)। এদিন বাড়ির পাশে বসে ছিল নাবালক। আচমকাই বেপরোয়া গতিতে একটি ট্র্যাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জরুরি বিভাগে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে। ঘটনার পর থেকে পলাতক চালক। মৃত কিশোরের আত্মীয় মহম্মদ মোফাজ্জল শেখ বলেন, ” সকালে রাস্তার পাশে বসে ছিল আসাদুল্লা । সে-সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। তড়িঘড়ি আমরা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসি। চিকিৎসকরা আসাদুল্লাকে মৃত ঘোষণা করে। ঘাতক ট্রাক্টারটি আটক করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন গ্রামীণ রাস্তায় বেপরোয়া গতিতে ট্রাক্টর চলাচল করছে। জনবহুল এলাকায় ছোট রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে যান-চলাচলের ফলেই দুর্ঘটনা, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda