হোম /খবর /মালদহ /
স্ত্রী পরিত্যক্ত,'আমার জিনিস ফিরিয়ে দাও' প্রশ্ন করেই মহিলাকে কুড়ুলের কোপ,তারপর

Malda News: স্ত্রী পরিত্যক্ত, 'আমার জিনিস ফিরিয়ে দাও' প্রশ্ন করেই মহিলাকে কুড়ুলের কোপ, তারপর...

Malda News: Woman killed by neighbour

Malda News: Woman killed by neighbour

স্ত্রী ছেড়ে গিয়েছে অনেকদিন আগেই। তারপর থেকেই হাতে কুড়ুল নিয়ে গ্রামে ঘুরে বেড়াত স্বামী। গ্রামের অনান্য মহিলাদের সঙ্গে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মালদহ: স্ত্রী ছেড়ে গিয়েছে অনেকদিন আগেই। তারপর থেকেই হাতে কুড়ুল নিয়ে গ্রামে ঘুরে বেড়াত স্বামী। গ্রামের অনান্য মহিলাদের সঙ্গে মাঝে মধ্যেই কথাকাটাকাটি হতো। গ্রামের মহিলাদের সন্দেহ করত তার বাড়ির জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার জন্য। বৃহস্পতিবার রাতে প্রতিবেশি এক মহিলার সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি হয়। সেই সময় তার হাতে ছিল কুড়ুল। প্রতিবেশি মহিলার সঙ্গে বিবাদ চলাকালীন কুড়াল দিয়ে আঘাত করে মহিলাকে। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

খুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।মালদহের চাঁচল থানার ভগবানপুর এলাকার ঘটনা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যাক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম শীতল প্রামাণিক। জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে শীতল প্রামাণিকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ায় ছেড়ে চলে যায়। তারপর থেকেই গ্রামে দা,কোদাল ও কুড়ুল নিয়ে ঘোরাফেরা করত। পাশাপাশি বিচ্ছেদের পর গ্রামের মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকত।

আরও পড়ুন -   চ্যাট করেন, ফেসবুকের মেসেঞ্জারে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, বদলে যাচ্ছে কী কী?

অভিযুক্ত গ্রামের মহিলাদের একটাই প্রশ্ন করতেন, বলতেন, "আমার জিনিস ফিরিয়ে দাও৷" তবে যুবক কি চাইছে, মহিলার জানতেন না।বৃহস্পতিবার রাতে প্রতিবেশী মহিলা বেগুনি দাসের কাছে তার জিনিস ফিরিয়ে দেওয়ার কথা বলেন শীতল প্রামানিক। সেই সময় তার হাতে ছিল ধারালো কুড়ুল।সেই কুড়ুল নিয়ে বেগুনির দিকে তেড়ে আসে যুবক। যুবকের কুড়লের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা।

আরও পড়ুন-  কোনও গিফটই দেওয়া হয়নি, না ফ্ল্যাট না গাড়ি, আথিয়া-রাহুলের বিয়ের গিফট নিয়ে ভোলবদল

মৃত মহিলার বয়স ৪৮ বছর।ঘটনার পরেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে গ্রামবাসীরা তাকে নাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বেগুনির দুই ছেলে ও স্বামী রয়েছে।ছেলেরা মুম্বইয়ে কর্মরত। বাড়িতে স্বামী নিমাই দাসকে নিয়ে থাকে বেগুনি দেবী। স্থানীয় এক বধূ দীপ্তি প্রামাণিক জানান, ‘‘বেগুনি গোয়ালঘরে গরু ঢুকিয়ে বাড়ির দরজা দাড়িয়েছিল।সেসময় শীতল কুড়ুল নিয়ে তেড়ে আসে।ভয়ে গ্রামের লোকেদের ডাকতে যায়।কিন্তু এসে দেখি রক্তাক্ত দেহ পরে রয়েছে।’’

 Harashit Singha
Published by:Debalina Datta
First published:

Tags: Malda, West bengal