হোম /খবর /মালদহ /
মালদহ আদালত চত্বরে মাটি খুঁড়তেই মিলল ভোটিভ স্তূপ

Malda News: মালদহ আদালত চত্বরে মাটি খুঁড়তেই মিলল ভোটিভ স্তূপ

X
উদ্ধার [object Object]

ভবন নির্মাণের জন্য মালদহ আদালত চত্বরে চলছিল খনন কাজ। মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসল প্রাচীন এক পাথর

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: ভবন নির্মাণের জন্য মালদহ আদালত চত্বরে চলছিল খনন কাজ। মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসল প্রাচীন এক পাথর। অনেকটা ত্রিভুজ আকৃতির পাথরটির চারদিকে নকশা কাটা, মাথার উপর ছোট গর্ত। আদালত চত্বরে এমন পাথর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে দেখে অনেকেই ভেবেছিলেন এই পাথর পতাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হত হয়তো। কারণ বর্তমান মালদহ জেলা আদালত চত্বর এক সময় নীলকর সাহেবদের নীলকুঠি ও অফিস ছিল।

নানা মানুষের নানা মত। যদিও জেলার ইতিহাসবিদরা পাথরটি দেখে অনুমান করছেন, এটি পাল-সেন আমলের। এই পাথরটি আসলে ভোটিভ স্তূপ। বৌদ্ধ ধর্মের নিদর্শন। মালদহের জগজীবনপুর গ্রামে বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে। সেখান থেকেই স্পষ্ট, মালদহে বৌদ্ধদের অবস্থান ছিল। তাই ভোটিভ স্তূপ উদ্ধার হওয়াও স্বাভাবিক। তবে ইংরেজবাজার চত্বরে এই স্তূপ উদ্ধার কিছুটা অবাক করছে জেলার ইতিহাসবিদের। কারণ এর আগে এই এলাকায় বৌদ্ধদের কোনও চিহ্ন পাওয়া যায়নি। বৌদ্ধ পণ্ডিত আচার্য বিনয়তোষ শাস্ত্রীর লেখা প্রামান্য গ্রন্থ 'দ্য হিন্দু বুদ্ধিস্ট আইকোনোগ্রাফি'তে ভোটিভ স্তুপ-এর বিবরণ হিসেবে বলা হয়েছে, সাধারণত কোনও বৌদ্ধ সন্ন্যাসী বা শ্রমণের দেহাবশেষের উপরে নির্মিত এই স্তুপে ১০০০ বা তারও বেশি সংখ্যকবার ভগবান বুদ্ধের নাম বা ছোট ছোট মূর্তি খোদাই করা  থাকত। অনেকসময় চারটি পৃথক খাঁজকাটা অংশে বিন্যস্ত করা হতো স্তূপটি।উপরের চতুষ্কোণ অংশটিতে ঘিয়ের প্রদীপ বা ধূপ জ্বালানো হতো, স্তূপ ঘিরে প্রার্থনা করার প্রথাও ছিল। ভোটিভ স্তূপকে প্রদক্ষিণ করলে পূণ্য হয়-এমন লোকবিশ্বাস প্রচলিত ছিল।

নালন্দা-বিক্রমশীলা থেকে আরম্ভ করে সাঁচি-সারনাথ পর্যন্ত বিভিন্ন বৌদ্ধ ধর্মস্থানে প্রচুর ভোটিভ স্তূপের সন্ধান পাওয়া যায়।পাল শাসনকালে বৌদ্ধ প্রভাব অধ্যুষিত গৌড়বঙ্গ তথা মালদহ জেলায় ভোটিভ স্তূপ উদ্ধার বিরল হলেও অসম্ভব নয় কোনওমতেই, এমনই মত বিশেষজ্ঞ মহলের। অধ্যাপক তথা ইতিহাসের গবেষক ঋষি ঘোষ বলেন, '' আদালত চত্বরে মাটি খোঁড়ার সময় প্রাচীন ইতিহাসের নিদর্শন উঠে এসেছে। অনেকের ধারনা এটি ইংরেজ আমলের। তবে আমার ধারণা এটি ভোটিভ স্তূপ। তবে সঠিক পর্যবেক্ষণ না করে স্থির সিদ্ধান্তে আসা যাবেনা।  মালদহে ইতিহাসের নিদর্শন আবিষ্কার স্বাভাবিক। এখানে বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে।'' আদালত চত্বরে উদ্ধার হওয়া এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

হরষিত সিংহ

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda