মালদহ: জাতীয় সড়কের পাশে ফুচকার দোকান নিয়ে বসেছিলেন বিক্রেতা। হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের ফুচকা বিক্রেতাকে। গাড়িটি পরপর আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই জনের জখম আরও একজন। মালদহের গাজোল থানার ময়না এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল পিংকু শীল(২৮)। বাড়ির গাজোল থানার অন্তর্গত আহুড়া এলাকায়। অন্যদিকে যতিন্দ্র নাথ মন্ডল (৪০)। বাড়ি গাজোল থানার দুর্গাপুর এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ফুচকাওয়ালা পিংকু শীল ময়না এলাকায় নিয়মিত ফুচকার দোকান বসান।অন্যান্য দিনের মতো এদিনও রাস্তার পাশে ফুচকা বিক্রি করছিলেন। সেই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকাওয়ালাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া। সেখান থেকে পালানোর সময় এক মহিলাকেও ধাক্কা মারে। এরপর মোটরবাইকে করে আসছিলেন বাড়ি থেকে ময়নার দিকে যতীন্দ্রনাথ মন্ডল। সেই সময় পিকআপ গাড়িটি মোটর বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন তিনজন।
আরও পড়ুন: পাকবে না চুল! ত্বক টানটান! সতেজ যৌবন ও সুস্থ শরীরের জাদুকাঠি এই ছোট্ট ফল!
আরও পড়ুন:
তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে পিংকু শীল ও যতীন্দ্রনাথ মন্ডলকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় দুইজনের। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার সহ গোটা এলাকায়।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Malda, Malda News