মালদহ: প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। একটু পানীয় জলের জন্য ছোটাছুটি করছেন বাসযাত্রী থেকে সাধারণ মানুষ। বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে জল। এদিকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে নব নির্মিত এটিএম পানীয় জলাধার। অভিযোগ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণের পর উদ্বোধন হয়েছে। কিন্তুউদ্বোধনের তিন বছর কেটে গেলেও এখনও চালু হল না ওয়াটার এটিএম পরিষেবা।
এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় বাসিন্দারা। ওয়াটার এটিএম জলাধার টি মূলত তৈরি করা হয়েছিল বুলবুলচন্ডী বাজার ও বাসস্ট্যান্ড সংলগ্ন সাধারণ মানুষ থেকে দূর দূরান্তের যাত্রীদের সুবিধার জন্য। এমন পরিস্থিতিতে চরম জলসঙ্কটের মধ্যে রয়েছেন এলাকার মানুষ থেকে যাত্রীরা।
আরও পড়ুন: গৌড়ের প্রাচীন সেন বংশের কুলদেবীর মন্দিরে রীতি মেনে বৈশাখে হয় দেবীর পূজা
স্থানীয় বাসিন্দার লক্ষণ সিংহ বলেন, “অনেকদিন আগেই এটি তৈরি হয়েছে। কেন চালু করছেন আমরা জানিনা।” নতুন বাসস্ট্যান্ডে প্রতিদিন বহু লোকজন আসছে প্রত্যেকেরই পানীয় জলের সমস্যা হচ্ছে।বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। বহু মানুষ সেখানে অপেক্ষা করেন। নতুন বাসস্ট্যান্ডে ছিল না কোন পানীয় জলের সুব্যবস্থা।
আরও পড়ুন: রিং বাঁধের গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতীরা! বর্ষায় বন্যার আতঙ্কে স্থানীয়রা
গত তিন বছর আগে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নতুন পানীয় জলের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়। জানা গিয়েছে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে সেখানে নির্মাণ করা হয় ওয়াটার এটিএম জলাধার। এমনকি তৈরির পর উদ্বোধনও করা হয়েছিল। তিন বছর পার হয়ে গেলেও সেই ওয়াটার এটিএম জলধারটি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কার্যত মানুষের পানীয় জলের কষ্ট আজও মিটেনি নতুন বাস স্ট্যান্ড এলাকা।
এলাকার মানুষের দাবি জলের সংকট মেটানোর জন্য অবিলম্বে এই ওয়াটার এ টি এম পরিষেবা চালু করুক জেলা প্রশাসন। তবে সাধারণ মানুষের মুখে প্রশ্ন দেখা দিয়েছে বহু অর্থ ব্যয়ে এই ওয়াটার এ টি এম পরিসেবা করা কেন হল? আর যদিও সেটি তৈরি হয়েছে, তাহলে চালু করার পিছনে সরকার উদ্যোগ নিচ্ছে না কেন। মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, “এখানে পানীয় জলের সমস্যা রয়েছে কিছু। খোঁজখবর নিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News