হোম /খবর /মালদহ /
গভীর রাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র! দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ

Malda News: গভীর রাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র! দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ

গভীর রাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র! দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ

গভীর রাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র! দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ

গভীর রাতে নাকা চেকিং পয়েন্ট থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ।

  • Share this:

মালদহ: গভীর রাতে নাকা চেকিং পয়েন্ট থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই সমাজ বিরোধীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ।

রবিবার গভীর রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর এলাকা থেকে ধৃত দুই জনকে গ্রেফতার করা হয়। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ দুই জন গ্রেফতারের ঘটনায় শুরু হয়ে চাপানোত্তর। ধৃত দুই জন এলাকায় দাগি অপরাধী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন- মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন

দুই জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মালদহ জেলার বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত সালালপুর নাকা চেকিং পয়েন্টে পুলিশের বিশেষ চেকিং চলছিল। সেই সময় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের খাতায় এর আগেও তাদের নাম রয়েছে।

আরও পড়ুন- কালো কালিতে বড় বড় অক্ষরে লেখা 'হেল্প ফর বিশাল' বন্ধুকে বাঁচাতে অর্থ সংগ্রহ বন্ধুদের

তাদের আটক করতেই উদ্ধার হয় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম তপন দাস  এবং মোহাম্মদ কুতুবউদ্দিন। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত ভবানীপুরে।

সোমবার ওই দুজনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুজন কোথায় যাচ্ছিল? কী পরিকল্পনা ছিল তাদের? সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

হরষিত সিংহ
Published by:Sayani Rana
First published:

Tags: Malda, Malda News