হোম /খবর /মালদহ /
গ্রামের মধ্যে আমবাগানে ওটা কী ? মালদহে অচেনা প্রাণী দেখতে উপচে পড়ল ভিড়

Malda News: গ্রামের মধ্যে আমবাগানে ওটা কী ? মালদহে অচেনা প্রাণী দেখতে উপচে পড়ল ভিড়

X
আম [object Object]

হঠাৎ গ্রামের মাঝে আম বাগানে অচেনা প্রাণী। খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় করল প্রাণীটি দেখতে

  • Share this:

মালদহ: হঠাৎ গ্রামের মাঝে আম বাগানে অচেনা প্রাণী। খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় করল প্রাণীটি দেখতে। কিন্তু কী প্রাণী? জানা যায়, প্রাথমিকাবে প্রাণীটিই চিনতে না পারলেও, পরে যানা যায়, সেটি আদতে নীলগাই। সাধারণত মালদহে দেখা যায় না নীলগাই। কাজেই সিংহভাগ বাসিন্দার কাছে অচেনা !

সোমবার বিকেল নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের আম-জামতলা এলাকার একটি আম বাগানে হঠাৎ গ্রামবাসীদের নজরে আছে এই নীলগাই। খবর ছড়িয়ে পড়তেই নীলগাই দেখতে ভিড় জমায় বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ,  বন দফতর বা পুলিশকে খবর দিলেও কেউ এসে উদ্ধার করেনি নীলগাইটিকে। সোমবার সন্ধ্যা পর্যন্ত নীলগাইটিকে ওই এলাকাতেই দেখা যায়। অন্ধকার গাঢ় হলে নজরের আড়ালে চলে যায় নীলগাই।  ওই আমবাগান থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত-বাংলাদেশ সীমান্ত। কিন্তু কোথা থেকে এসেছে নীলগাইটি, তা জানা যায়নি। মালদহ জেলার বিহার সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যে নীলগাই দেখা যায়। তবে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার ব্লকের আমজামতলা গ্রামে কোথা থেকে আসল এই নীলগাই, তা  ভাবাচ্ছে স্থানীয়দের।হরষিত সিংহ

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda