হোম /খবর /মালদহ /
ঘুড়ির সুতোয় আটকে পরিযায়ী পাখি, বিডিওর তৎপরতায় ছেড়ে দেওয়া হল আদিনা ফরেস্টে‍

Malda News: ঘুড়ির সুতোয় আটকে পরিযায়ী পাখি, বিডিওর তৎপরতায় ছেড়ে দেওয়া হল আদিনা ফরেস্টে

ঘুড়ির সুতোয় আটকে পরিযায়ী পাখি, বিডিওর তৎপরতায় ছেড়ে দেওয়া হল আদিনা ফরেস্টে

ঘুড়ির সুতোয় আটকে পরিযায়ী পাখি, বিডিওর তৎপরতায় ছেড়ে দেওয়া হল আদিনা ফরেস্টে

Malda News: গাছের মগ ডালের সুতোয় আটকে ছটপট করছিলো একটি পাখি। ব্লক প্রশাসনিক ভবন চত্বরে এমন ছবি দেখে পাখিটি উদ্ধারের চেষ্টা করেন অনেকেই।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ- গাছের মগ ডালের সুতোয় আটকে ছটপট করছিলো একটি পাখি। ব্লক প্রশাসনিক ভবন চত্বরে এমন ছবি দেখে পাখিটি উদ্ধারের চেষ্টা করেন অনেকেই। সেখানে উপস্থিত কর্মীরা পাখিটিকে সুতো থেকে উদ্ধার করার প্রচেষ্টা চালায়। কিন্তু গাছের মগডালে থাকায় কিছুতেই সম্ভব হচ্ছিল না। তবে স্থানীয়রা বুঝতে পারেন পাখিটি স্থানীয় কোন প্রজাতির নয়। পরিযায়ী কোনও প্রজাতির পাখি। স্থানীয়রা অনুমান করেন ঘুড়ির সুতোই আটকে রয়েছে।

আরও পড়ুনঃ পানীয় জলের পরিষেবা বন্ধ, নেই কমিউনিটি শৌচাগার! চরম বিপাকে স্থানীয় বাসিন্দারা 

সোমবার, ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল ব্লক অফিস সংলগ্ন বিডিওর বাংলোর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের বিডিও উষ্ণতা মুক্তানের বাংলোর কাছেই ঘুড়ির সুতো এবং গাছের সঙ্গে আটকে থাকা একটি পরিযায়ী পাখি। অনেক রকমভাবে সেই পাখিটিকে ঘুড়ির সুতো থেকে বাঁচানোর চেষ্টা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কোনরকম ভাবেই তা সক্ষম হচ্ছিল না। অবশেষে খবর দেওয়া হয় বন দফতরে।

আরও পড়ুনঃ বৃষ্টিতে ফলন ভাল হবে! তবে এ বছর কি আমের দাম কমবে

গাজোলের বিডিও উষ্ণতা মুক্তানের ফোন পেয়ে তড়িঘড়ি ব্লক অফিস চত্বরে পৌঁছায় বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষন চেষ্টার পর অবশেষে ওই পরিযায়ী পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। বিডিও'র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার আশেপাশের সাধারণ মানুষ। বন দফতরের এক কর্মী জানিয়েছেন, ঘুড়ির সুতোর সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল ওই পরিযায়ী পাখিটি। এই ধরনের পাখি গাজোলের আদিনা ফরেস্টেই মূলত প্রজনন ঘটাতে আসে। তবে, এদিনের ওই পাখিটিকে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। তারপরে সেটিকে পরীক্ষা নিরীক্ষা পর ছেড়ে দেওয়া হয় আদিনা ফরেস্টে।

হরষিত সিংহ

Published by:Salmali Das
First published:

Tags: Malda