মালদহ: চৈত্রের বৃষ্টি এবার আর্শীবাদ আম চাষিদের। মুকুল থেকে সবে আমের গুটি হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই মালদহ জেলায় বৃষ্টিপাত আম চাষের পক্ষে অনুকূল। এরপর রোদ ঝলমলে আবহাওয়া হলেও আমের বোঁটা শক্ত হবে। রোদে আমের গুটি শুকানোর সম্ভবনা একেবারেই থাকবে না। অন্যান্য বছর এই মুহূর্তে বৃষ্টিপাত না হলে আমি চাষিদের বাগানে স্প্রে করতে হতো। আমের শাখা প্রশাখা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ও আমের গুটির বোটা শক্ত করতে এই স্প্রে করা হতো। কিন্তু চলতি মরশুমে লাগাতার দুই দিন ধরে স্বাভাবিক বৃষ্টিপাতের জেরে আমবাগান গুলি পরিষ্কার হয়ে গিয়েছে।
এতেই চওড়া হাসি হাসছেন জেলার আম চাষিরা। মরশুমের প্রথম থেকেই এই বছর আমের ব্যাপক ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। মুকুল ফোটার মুহূর্ত থেকেই আমের গুটি হওয়া পর্যন্ত জেলায় অনুকূল আবহাওয়া আম চাষের পক্ষে। আগামীতে বড় ধরনের কালবৈশাখী শিলাবৃষ্টি বা প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আম ফলনের সম্ভাবনা এই বছর।
মালদহ জেলার উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় চলতি মরশুমে মালদহ জেলায় তিন পর্যায়ে গাছে মুকুল এসেছে। প্রথম পর্যায়ে ৩০ শতাংশ দ্বিতীয় পর্যায়ের ৪০ থেকে ৪৫ শতাংশ এবং তৃতীয় পর্যায়ে ১০ শতাংশ আম গাছে মুকুল এসেছিল। প্রথম পর্যায়ের মুকুল গুলিতে বর্তমানে বেশ বড় আকারের আমের গুটি এসেছে বাকি দুই পর্যায়ের মুকুল থেকে সবেমাত্র গুটি তৈরি হচ্ছে। এমন অবস্থায় জেলা জুড়ে বৃষ্টিপাত ব্যাপকভাবে আম চাষে সাহায্য করেছে। বৃষ্টিপাত না হলে এই মুহূর্তে আম চাষিদের স্প্রে করার পরামর্শ দেওয়া হতো উদ্যানপালন দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুন:উদ্যানপালন দফতরের কর্তারার জানান, এখন পর্যন্ত যা বৃষ্টিপাত তাতে আম চাষের পক্ষে অনুকূল। তবে আগামী কয়েক দিন ধরে যদি এই ধরনের বৃষ্টি হতে থাকে তাহলে আম গাছের ছত্রাক আক্রমণের আশঙ্কা রয়েছে। তাই আম চাষের পক্ষে এখন প্রয়োজন রোদ ঝলমলে আবহাওয়া।যদিও মঙ্গলবার থেকে জেলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। সবে মাত্র আমের গুটি হয়েছে এখনো আম বাগানের উপর দিয়ে নানান প্রাকৃতিক বিপর্যয় যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে মালদহ জেলায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দেবে। আমের উৎপাদন বেশি হলে জেলায় আমের দাম অনেকটাই কম হওয়ার সম্ভাবনা থাকবে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, Mango, Rain