Home /News /malda /
Malda News: ঋণ নিয়ে পাট চাষ! অনাবৃষ্টিতে ক্ষতি চরম! ভয়াবহ পরিণতি হল কৃষকের!

Malda News: ঋণ নিয়ে পাট চাষ! অনাবৃষ্টিতে ক্ষতি চরম! ভয়াবহ পরিণতি হল কৃষকের!

Malda News: মাথায় ঋণের বোঝা! এদিকে ক্ষতি চাষে! ঋনের চাপেই ভয়াবহ পরিণতি হল কৃষকের! জানলে আঁতকে উঠবেন! 

 • Share this:

  #মালদহ:  ঋণের টাক শোধ করতে না পারায় মানসিক অবসাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক কৃষক। বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা তড়িঘড়ি থাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পরিবারের লোকেদের দাবি, ঋণে টাকা নিয়ে পাট চাষ করেছিলেন। বৃষ্টিপাতের ঘাটতির জেরে পাট জমিতেই নষ্ট হয়ে যায়। তারপর থেকে ঋণের টাকা শোধ নিয়ে সমস্যায় পড়েন। মানসিক অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।মালদহের হবিবপুর থানার শিবপুর গ্রামের ঘটনা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃত কৃষকের নাম কমল মাহাতো (৪৫)। পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন ছেলে মেয়ে। পেশায় কৃষক ছিলেন। নিজের প্রায় পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করতেন।চলতি মরশুমে পাট চাষের জন্য মোটা টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নিয়েই পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেন।তবে বৃষ্টি কম হওয়ার পাট ভালো হয়নি। লোকসানের মুখে পড়েন তিনি। তারপরে ধান চাষ করার জন্য আবার টাকার প্রয়োজন। পাট চাষে লোকসান হওয়ায় ধান চাষ করতে পারছিলেন না। পরিবারের লোকেদের অভিযোগ, এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা কেউ ছিলেন না বাড়িতে। সে সময় জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছটফট করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

  আরও পড়ুন: মোবাইল টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ফাঁস চক্র!

  চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয়। পরিবারের লোকেরা দেহটি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। ঘটনার সাথে ছাড়া নেমে এসেছে পরিবার। মৃতের দাদা আষারু মাহাতো বলেন, ঋণের টাকা নিয়ে পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছিল ভাই। করার জন্য পাট চাষে ক্ষতি হয়েছে। ইন্ডিয়ার টাকা কি করে শোধ করবে তা নিয়ে চিন্তায় ছিল। মানসিক অবসাদে ভুগছিল ভাই। আমাদের ধারণা টাকা শোধ করতে না পারায় মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে। হরষিত সিংহ 

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Malda, Malda News

  পরবর্তী খবর