মালদহ: সিগারেটের আগুন থেকেই পুড়ল একাধিক দোকান, বাড়ি।ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। তবে ঘটনায় কোনও হতাহতের খরব এখনও পর্যন্ত মেলেনি।
সোমবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হোসেনপুর গিদরমারি বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দোকান থেকে বাড়ি, একে একে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল। স্থানীয় ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১৫ টি বাড়িতে আগুন ধরে গিয়েছে। স্থানীয় বাসিন্দা আলোক পোদ্দার বলেন, '' আমি বাড়ির বাইরে কাজে ছিলাম।ফোন পেয়ে ছুটে আসি। দেখি ১৫ টি দোকান বাড়ি পুড়ে গিয়েছে। দমকল দেরিতে এসেছে। সময় মত আসলে কিছুটা ক্ষয়ক্ষতি কম হতো হয়তো।''
বাজার এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। প্রথম দিকে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ১৫টির বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুর বারোটা নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়।পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।বড় আকার নিয়েছিল আগুন।অল্পের জন্য রক্ষা পেল দুইটি গ্রাম।জানা যায়, বাজার অঞ্চলে ছিল চায়ের দোকান,মুদির দোকান,ওষুধের দোকান, ফার্নিচারের দোকান। ছিল বহু বসতবাড়ি। বিধ্বংসী আগুনে দোকানঘরগুলি পুড়ে কাঠকয়লায় পরিণত হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে অনুমান।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda