মালদহ: স্কুলের সদর গেটের তালা ভাঙা। ভেতরে দুটি ঘরের তালাও ভাঙা। তছনছ হয়ে রয়েছে গোটা ঘর। রবিবার সকালে স্থানীয় প্রাথমিক স্কুলের এমন অবস্থা দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষককে। খবর পেয়েই তিনি ছুটে আসেন স্কুলে। স্কুলে এসে দেখেন দুটি ঘরের তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রিক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
এমন ঘটনা দেখে তিনি হতবাক। তড়িঘড়ি খবর দেন স্থানীয় থানায়। রবিবার সকালে মালদহের বৈষ্ণবনগর থানার পঞ্চুটোলা প্রাথমিক স্কুলে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে স্কুলের তালা ভেঙে নগদ কুড়ি হাজার টাকা সহ কম্পিউটার, প্রিন্টার, গ্যাস ভর্তি সিলিন্ডার স্কুলের নথিপত্র সহ বেশ কিছু সামগ্রিক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন- কেন রুটি খেলি! একফালি রুটি খাওয়ায় গৃহবধূর যা করল শাশুড়ি, নৃশংস!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঞ্চুটোলা প্রাথমিক স্কুলে কেউ বা কারা গভীর রাতে সদর গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। স্কুলের অফিস সহ দুইটি ঘরের তালা ভেঙে আলমারি থেকে বেশকিছু নথিপত্র চুরি করে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষকের আলমারি থেকে নগদ কুড়ি হাজার টাকা, অফিস ঘরের কম্পিউটার ও প্রিন্টার সহ মিড ডে মিলে রান্নার সিলিন্ডার ও বহু স্কুলের প্রয়োজনীয় সামগ্রী চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন- থানায় গিয়ে কীভাবে অভিযোগ করবেন তা জানাবে 'দেওয়াল'!
বিষয়টি নজরে আসতেই চক্ষু চরক গাছ হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয়দের। স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে। স্কুলের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
স্কুলের প্রধান শিক্ষক ভূজভূষণ সরকার বলেন," সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে। খবর পেয়ে স্কুলে ছুটে এসে দেখি সদর গেট সহ স্কুলের আরো দুইটি ঘরের দরজা ভাঙা। স্কুলের কম্পিউটার প্রিন্টার নেই। এছাড়াও বিভিন্ন সামগ্রিক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।"হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News