মালদহ: এবার জামাইষষ্ঠীতেই বাজারে মিলবে মালদহের গাছপাকা আম। গোটা পশ্চিমবঙ্গের বাজারে এবার জামাই ষষ্ঠীতে মালদহের আম পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। কারণ আবহাওয়ার হেরফেরের জন্য সময়ের অনেক আগেই মালদহে আম বাগানগুলিতে গাছে মুকুল ফুটেছে।
মূলত প্রতিবছর মালদহের আম জৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে ব্যাপক হারে পাকতে শুরু করে। সাধারণ নিয়ম মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুকুল আগে ফোটে, আমও আগে পাকে। প্রথমে বাজারে আসে দক্ষিণবঙ্গের আম। এমনকি মালদহের বাজারেও দক্ষিণের জেলার আম বিক্রি হয়। তবে এই বছর ব্যতিক্রম। আবহাওয়ার হেরফেরের জন্য এই বছর উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক আগেই মুকুল ফুটেছে।
আরও পড়ুন: দুম করে নেমে গেল তাপমাত্রা, ফোঁটা ফোঁটা ঝরল জলের বিন্দু, বাঁকুড়া জেলার লেটেস্ট ওয়েদার আপডেট
মালদহের বাগানগুলিতেও মুকুল ফুটেছে অনেক আগে। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর সময়ের প্রায় ২০দিন আগে মালদহের বাগানগুলিতে আমের মুকুল ফুটে গিয়েছে। এর কারণ এই বছরের আবহাওয়ার হেরফের। শীত পড়লেও অনেক আগে ঠান্ডার আবহাওয়া কেটে গিয়েছে। ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই বাগানগুলিতে আমের মুকুল আগেই চলে এসেছে।
আরও পড়ুন: অবৈধ বালি ভর্তি একাধিক ট্র্যাক্টর আটক বীরভূমে, একের পর এক পাচার রুখছে পুলিশ
আগে মুকুল আসায় মালদহের আমের কোনও ক্ষতি হবে না। বরং এই বছর আগেই পাকতে শুরু করবে আম। এতে অনেক সুবিধা হবে জেলার আমচাষি থেকে আম ব্যবসায়ীদের। কারণ এক সঙ্গে গোটা রাজ্যের আম পাকতে শুরু করলে মালদহের আম সকলে কিনবেন। এতে কিছুটা হলেও লাভবান হবেন কৃষকেরা। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া ঠিক থাকলে, প্রাকৃতিক কোনও বিপর্যয় না ঘটলে এই বছর মালদহে রেকর্ড আমের ফলনের সম্ভাবনা রয়েছে।
গত বছর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমের ফলন কমে গিয়েছিল। মালদহে আমের ফলন হয়েছিল দুই লক্ষ ৭৮ হাজার মেট্রিক টন। এই বছর মালদহে মোট ৩১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। বাগানগুলিতে প্রায় ৮০ শতাংশ গাছে মুকুল ফুটেছে। বর্তমানে যে হারে মুকুল ফুটেছে তাতে রেকর্ড ফলনের আশা রয়েছে। ঝড়, শিলাবৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় না হলে এই বছর মালদহে প্রায় তিন লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আমের ফলন হতে পারে। আমের ফলন ভাল হলে দাম কম হবে। যদিও ফলন বেশি হলে লাভ হবে কৃষকদের।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News