মালদহ: লক্ষ টাকা জেতার সুবর্ণ সুযোগ দিচ্ছে মালদহ জেলা পুলিশ। কিছুই করতে হবেনা, শুধু মাত্র দৌড়ালেই পেয়ে যেতে পারেন আপনি লক্ষ টাকা জেতার সুযোগ। মালদহের খুদে খেলোয়াড়দের উৎসাহ প্রদানের পাশাপাশি জেলার পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ মালদহ জেলা পুলিশের।
এই প্রথম মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ম্যারাথন দৌড়। আগামী ৫ ফেব্রুয়ারি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই গৌড় মালদহ ম্যারাথন দৌড়। বুধবার দুপুরে পুলিশ ক্লাবের সভাকক্ষে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
এদিন জেলা পুলিশের পক্ষ থেকে চার কৃতি খেলোয়াড় এবং এক কোচকে সংবর্ধনা দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার পর্যটন ও খেলাধুলোর মান বৃদ্ধি করতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামী, ৫ ফেব্রুয়ারি মালদহের ঐতিহাসিক গৌড়ে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। পাঁচ কিলোমিটার, দশ কিলোমিটার ও ২১ কিলোমিটার ম্যারাথন ধাপে ম্যারাথন দৌড় হবে। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমে দৌড়ের ম্যাসকট, তারিখ, জার্সি এবং মেডেলের সূচনা করা হয়।
আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
জানা গিয়েছে, জেলা পুলিশের ম্যারাথনে হাজির থাকবেন বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অনলাইনের মাধ্যমে ম্যারাথনের জন্য নাম রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য ২৫০ টাকা ফি লাগবে। অন লাইন পদ্ধতিতে দেওয়া যাবে টাকা। ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম ২৫ হাজার, দ্বিতীয় ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।এর পাশাপাশি ৫ কিলোমিটার ম্যারাথনের দৌড় আয়োজন করা হবে সকলের জন্য।
গৌড় মালদহ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে জেলার পর্যটন ও জেলার উঠতি প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য জেলা পুলিশের। গৌড়ের ইতিহাসে সমৃদ্ধ মালদহ জেলা। তবে বহু পর্যটকের কাছে অজানা এসব ইতিহাস। তাই জেলা পুলিশের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গৌড় চত্বরে। প্রধান লক্ষ্য গৌড়ের ইতিহাস সকলের মাঝে তুলে ধরা।হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah