হোম /খবর /মালদহ /
মালদার বাজারের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আদার দাম! মাথায় হাত আমজনতার

Malda News: মালদার বাজারের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আদার দাম! মাথায় হাত আমজনতার

X
বাজারে [object Object]

হঠাৎ বাজারে উর্দ্ধমুখী আদার দাম। গত কয়েকদিন ধরেই লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে আদার দাম। ইতিমধ্যে খোলা বাজারে দুইগুন বৃদ্ধি পেয়েছে আদার দাম। বর্তমানে আদার দাম প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে। 

  • Share this:

মালদহ:  হঠাৎ বাজারে উর্দ্ধমুখী আদার দাম। গত কয়েকদিন ধরেই লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে আদার দাম। ইতিমধ্যে খোলা বাজারে দুইগুন বৃদ্ধি পেয়েছে  দাম। বর্তমানে আদার দাম প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে।

জানা গিয়েছে,  ১০০টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি হয় যে আদা, বর্তমানে সেই আদা ২৫০ গ্রাম বিক্রি হচ্ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা দরে। রাতারাতি এই আদার দাম বৃদ্ধিতে আমজনতার কপালে চিন্তার ভাঁজ। অনান্য আনাজের দাম মাঝে মধ্যেই মূল্যবৃদ্ধি ঘটলেও আদার মূল্যের তেমন অস্বাভাবিক পরিবর্তণ দেখা যায়নি।মালদহের আদা বিক্রেতা নীরেন সাহা জানান, বাজারে আদার জোগান কম। নতুন উৎপাদিত আদা এখনও বাজারে আসেনি। তাই দাম দ্বিগুন হয়েছে।মালদহ আমদানি রফতানি ব্যবসায়ী উজ্জ্বল সাহাও বলেন আদা মূলত উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ ভারত থেকে এই রাজ্যে আসে।

আরও পড়ুন: ব্যাগ ভর্তি সোনার গয়না! ট্রেনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা! আতঙ্কে যাত্রীরা! জানুন

উত্তর পূর্ব ভারতে মনিপুরের অশান্তির কারণে পণ্যবাহী কোনও গাড়ি এই রাজ্যে আসছে না। তাই বাজারে জোগান কম। দাম বেড়েছে আদার।মালদহে মূলত ভিনরাজ্য থেকে আদা আমদানি করা হয়। অধিকাংশ আদা উত্তর পূর্ব ভারতের মনিপুর সহ আশেপাশের রাজ্য গুলি থেকে আসে। বর্তমানে মনিপুরে অশান্তির জেরে গাড়ি আসছেনা। তাই জেলায় আদার সংকট দেখা দিয়েছে।

এ দিকে মালদহ জেলায় আদা চাষ হলেও তার খুব সামান্য পরিমাণে। বর্তমানে আদার চারা রোপণ করার সময়। আদার উৎপাদন জেলায় বাড়ানোর জন্য আমবাগানের তলায় বিকল্প চাষ হিসাবে এই আদা উৎপাদন করার পরিকল্পনা করেছে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বাগিচা দফতর।

আরও পড়ুন: দীর্ঘ সময়ের দৈন্য দশা কাটিয়ে নতুন রূপে সাজছে খোল্টা ইকো পার্ক! উচ্ছ্বসিত সকলেই

জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বাগিচা দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান মাত্র ২৬২হেক্টর জমিতে আদার চাষ হয়। প্রায় তিন হাজার মেট্রিক টন উৎপাদন হয় আদা এই জেলাতে। এখনই আদা চাষ করা উপযুক্ত সময়। আম গাছের ছায়াতে এই আদা চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তীব্রদাবদহ তাই আদা গাছের তলায় জল দেওয়ার পরামর্শ দিয়েছেন।

হরষিত সিংহ

First published:

Tags: Maldah news