Home /News /malda /
Malda: ফাস্ট এডের প্রশিক্ষণ পথবন্ধু- সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকদের

Malda: ফাস্ট এডের প্রশিক্ষণ পথবন্ধু- সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকদের

জেলা

জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে চলছে প্রশিক্ষণ কর্মশালা

হঠাৎ কোন দূর্ঘটনা ঘটলে আহত বা জখমদের প্রাথমিক চিকিৎসা ও কোন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জরুরি পরিষেবার প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল মালদহ জেলা পুলিশ লাইনে।

 • Share this:

  মালদহ: হঠাৎ কোন দূর্ঘটনা ঘটলে আহত বা জখমদের প্রাথমিক চিকিসা কোন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জরুরি পরিষেবার প্রয়োজনে প্রাথমিক চিকিসা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল মালদহ জেলা পুলিশ লাইনে। শুক্রবার দুপুরে মালদা জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয় জেলা পুলিশ ও সেন্ট জন অ্যাম্বুলেন্স এর যৌথ উদ্যোগে। জেলার প্রতিটি থানার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি জেলা ট্রাফিক পুলিশের কর্তা ও অ্যাম্বুলেন্স চালকেরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এদিন মোট ৮০ জন এই প্রশিক্ষণ নেন। এদের মধ্যে ছিলেন পুলিশ আধিকারিক, পথবন্ধু-সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকেরা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল, জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস সহ অনান্যরা। এই প্রথম জেলা পুলিশ ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। আগামিতে এই ধরনের কর্মশালা আরো করা বিষয়ে উদ্যোগী হয়েছেন জেলা পুলিশ কর্তারা। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকেরা অনেক বিষয়েই জানতে পারছেন। প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছেন। ফলে জরুরি ভিত্তিতে খুব উপকৃত হবেন অনেকেই। এদিনের কর্মশালার মূল বিষয় ছিল বিভিন্ন দুর্ঘটনায় জখমদের প্রাথমিক চিকিসা সংক্রান্ত প্রশিক্ষণ।হঠাৎ করে হাত পা ভেঙ্গে গেলে বা কেটে গেলে কেউ অসুস্থ হলে হাসপাতাল বা চিকিসকের কাছে পৌঁছানোর পূর্বেই কিভাবে একজন পুলিশকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার রোগীকে পৌঁছে দিতে পারেন। ব্যাখ্যা সহ অভিনয় করে দেখান হয়। রোগীদের রক্ত কেন, কখন দরকার তা বুঝিয়ে দেন প্রশিক্ষকেরা। কর্মশালায় হার্ট অ্যাটাক, জলে ডোবার মত বিষয়গুলি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

  প্রতিবেদক- হরষিত সিংহ

  First published:

  Tags: Malda, North Bengal

  পরবর্তী খবর