মালদহ: রাস্তা নেই। তাই জমির ফসল ঘরে তুলতে সমস্যায় পড়তে হয় কৃষকদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। আর তাই নিজেদের সমস্যা দূর করতে চাঁদা তুলে কংক্রিটের রাস্তা তৈরি করছেন গ্রামবাসীরা। পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের ভাটরা এলাকার ঘটনা।
প্রায় ১০ লক্ষ টাকা ব্যায় করে রাস্তা তৈরি করছেন বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে রাস্তা তৈরি না করায় গ্রামের মানুষ নিজেদের উদ্যোগেই এই গোটা কাজটা করছেন। বর্ষার মরশুমে রাস্তা বেহাল হয়ে পড়ায় গাড়ি ঢুকতে পারে না মাঠে। ফসল ঘরে তুলতে চরম ভোগান্তির শিকার হন কৃষকরা। প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েও রাস্তা তৈরি হয়নি। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, এমনকি জেলা পরিষদও রাস্তা তৈরিতে এগিয়ে আসেনি। তাই গ্রামের সকলে চাঁদা দিয়ে রাস্তা তৈরির সামগ্রী কিনেছেন। তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা।
আরও পড়ুন: কাজ ফেলে ডায়মন্ডহারবার হাসপাতালের সামনে বসে পড়ল ওরা! পুরোটা জানলে চমকে উঠবেন
সাহাপুর পঞ্চায়েতের সাহাপুর, নিত্যানন্দপুর, সুজাপুর, ভাটরা, রশিলাদহ এবং মাধাইপুর গ্রামের বাসিন্দাদের কয়েকশো বিঘা জমি রয়েছে ভাটরা এলাকাজুড়ে। বছরে তিনটি করে ফসল উৎপাদন হয় এই জমিগুলিতে। উর্বর জমিগুলিতে ফসলের ফলন যথেষ্ট ভাল হয়। কিন্তু সেই ফসল ঘরে নিয়ে আসতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। কারণ, জমি থেকে ফসল ঘরে আনার কোনও রাস্তাই নেই৷ বৃষ্টি হলে কাদা রাস্তায় মানুষ যেমন আছাড় খায়, তেমনই উলটে যায় ট্র্যাক্টর সহ অন্যান্য গাড়ি৷ এই সমস্যা থেকে মুক্তি পেতেই এলাকার কয়েকশো কৃষক অনেকবার ত্রিস্তর পঞ্চায়েত, এমনকি ব্লক প্রশাসনের কাছেও রাস্তা তৈরির আর্জি জানান ৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ তাই তাঁরা নিজেরাই রাস্তা তৈরি করতে শুরু করেছেন৷ এলাকার এক কৃষক এই প্রসঙ্গে বলেন, সরকার কৃষকদের পাশে থাকার কথা বলছে। কিন্তু আমাদের এলাকার কৃষকদের এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি। তাই আমরা বাধ্য হয়ে নিজেদের উপার্জনের টাকা দিয়ে রাস্তা তৈরি করছি।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, Farmer, Malda News, Road