মালদহ: ভোট আসে ভোট যায়। ভোটের আগে পাওয়া প্রতিশ্রুতি শুধু পড়ে থাকে। ভোট মিটলেই সেসব ভুলে বসেন নেতা-মন্ত্রীরা। ফলে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতাযাত করতে হয় ইংরেজবাজারের ফুলবাড়িয়া পঞ্চায়েতের বালুপুর, বিনপাড়া গ্রামের মানুষদের।
এখনও বর্ষা আসেনি। বৃষ্টি শুরু হলে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আর ধৈর্য ধরে অপেক্ষা করতে নারাজ গ্রামবাসীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তাঁরা এই রাস্তা সরানোর দাবি তুলেছেন। রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: গ্রন্থাগারিকই নেই, বন্ধ হওয়ার মুখে কৃত্তিবাস ওঝার নামাঙ্কিত গ্রন্থাগার
ফুলবাড়িয়া পঞ্চায়েতের বালুপুর, বিনপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ব্যবহারের একমাত্র রাস্তা এটি। প্রায় কুড়ি হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভর করেন যাতায়াত করে। তাঁদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বালুপুর থেকে অমৃতি রাজ্য সড়কের টানা দু'কিলোমিটার রাস্তা মারণ ফাঁদ হয়ে আছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার মানুষের যাতায়াত। ফুলবাড়িয়া পঞ্চায়েতের এই এলাকাজুড়ে আছে কয়েক একর আমবাগান। আমের মরশুমে বেহাল রাস্তা দিয়ে আমের গাড়ি যাতায়াত করতেও সমস্যায় হয়। অনেক সময় বেহাল রাস্তার কারণে বড় গাড়ি ভেতরে ঢুকতে পারে না। ফলে অতিরিক্ত টাকা খরচ করে আম চাষিদের ছোট গাড়িতে করে আম নিয়ে যেতে হয় রাজ্য সড়কের উপর। চাষিরা উৎপন্ন ফসল এই রাস্তার কারণেই বাজারে নিয়ে গিয়ে ঠিক করে বিক্রি করতে পারেন না।
এই রাস্তার বিষয়ে স্থানীয় বাসিন্দা তরুণ কুমার মণ্ডল বলেন, বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে নিত্যদিন আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন সকলের দারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি ভোট বয়কটের চিন্তাভাবনাও চলছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।