হোম /খবর /মালদহ /
গপাগপ লেগ পিস খাচ্ছেন শিক্ষকরা! পড়ুয়াদের জুটছে মাংসের কুচি! ব্যাপক হৈচৈ স্কুলে

Malda Mid-day Meal Chaos|| গপাগপ লেগ পিস খাচ্ছেন শিক্ষকরা! পড়ুয়াদের জুটছে মাংসের কুচি! ব্যাপক হৈচৈ স্কুলে

X
অভিভাবকদের [object Object]

Malda Mid-day Meal Chaos: চিকেন লেগ পিস, সরু চালের ভাত আলাদা ভাবে রান্না হচ্ছে শিক্ষক- শিক্ষিকাদের জন্য। পড়ুয়াদের জন্য মিড- ডে মিলের সরকারি চালের ভাত ও চিকেনের বাকি অংশের মাংস রান্না হচ্ছে।

  • Share this:

মালদহঃ চিকেন লেগ পিস, সরু চালের ভাত আলাদা ভাবে রান্না হচ্ছে শিক্ষক- শিক্ষিকাদের জন্য। পড়ুয়াদের জন্য মিড- ডে মিলের সরকারি চালের ভাত ও চিকেনের বাকি অংশের মাংস রান্না হচ্ছে। স্কুলের মিড- ডে মিলের রাঁধুনিরাই নিয়মিত আলাদা ভাবে শিক্ষকদের জন্য করে আসছেন। এমনকি সরকারি ভাবে পড়ুয়াদের ফল খাওয়ানোর নির্দেশ থাকলেও মাত্র একদিন কুল খাওয়ানো হয়েছে। বিষয়টি নজরে আসতেই গ্রামের বাসিন্দারা সতর্ক করেন স্কুলের প্রধান শিক্ষককে।

বুধবার আবারও একই চিত্র ধরা পড়ে মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি কলনী প্রাথমিক স্কুলে। এ দিন শিক্ষক- শিক্ষিকাদের জন্য আলাদা ভাবে রান্না হতেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিবাবকেরা। শুধু তাই নয়, ঘটনার সঠিক তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষিকাদের অফিস ঘরে তালা বন্দি করে রাখে। বুধবার সকাল ১১ টা থেকে শিক্ষকদের ঘরে বন্দি রেখে বিক্ষোভ শুরু হয়। শিক্ষকদের জন্য আলাদা ভাবে রান্নার বিষয়টি স্বীকার করেছেন মিড- ডে মিলের রাঁধুনিরা। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিক্ষোভে বন্দি প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের দাবি পূরণ, মালদহে গড়ে উঠতে চলেছে মেগা কার্পেট ক্লাস্টার

ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা লক্ষ্মীপুর কলোনি এলাকা জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, মিড-ডে মিলের রান্না পড়ুয়াদের জন্য, কিন্তু এই স্কুলের শিক্ষকেরা নিজেদের জন্য রান্না করছেন। এমনকি স্কুলে মোট পড়ুয়া সংখ্যা প্রায় ২৫০ জন। তবে মিড- ডে মিলের তালিকায় ৩০০ জন দেখানো হয় বলে অভিযোগ। স্কুলে পড়ুয়াদের জন্য শৌচাগার থাকলেও বন্ধ করে রাখা হয়। শৌচাগারের জন্য পড়ুয়াদের বাড়ি যেতে হয়।

আরও পড়ুনঃ কয়েক কোটি টাকা লোকসান সরকারের! অফিসারের বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়ার অভি‌যোগে বন্ধ রফতানি

অপরদিকে, শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুলে লক্ষ টাকা ব্যায় করে আধুনিক শৌচাগার তৈরি করা হয়েছে। স্কুলে পানীয় জলের সুব্যবস্থা নেই। একটি জলাধার তৈরি হলেও তার অকেজো হয়ে পড়েছে। পড়ুয়াদের কথা না ভেবে প্রধান শিক্ষক থেকে অনান্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিচ্ছে স্কুলে। তারি প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

স্থানীয় গ্রামের পঞ্চায়েত সদস্য নিখিল সিংহ বলেন, গ্রামের বাসিন্দারা আমার কাছে অভিযোগ করেছেন। চিকেনের লেগ পিস থেকে ভালো ভালো মাংস শিক্ষকেরা নিজেদের জন্য রেখে দিচ্ছেন। বাকি ছাঁট মাংস পড়ুয়াদের দিচ্ছে। এই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে। আমি এই বিষয়ে অভিযোগ জানাতে স্কুলের এসআইকে ফোন করি। উনি ফোন ধরেননি।

হরষিত সিংহ

Published by:Shubhagata Dey
First published:

Tags: Malda