মালদহ- স্বামী অসুস্থ, তাঁর সঠিক চিকিৎসার প্রয়োজন। আমি স্বামীর কাছে ফিরে যেতে চাই তবে প্রাণভয়ে এইভাবে লুকিয়ে রয়েছি। স্বামীর চিকিৎসা কেউ কেন করাচ্ছে না? আমি এখনও বুঝতে পারছি না। প্রকাশ্যে এসে স্বামীর বিষয়ে এমনই মন্তব্য করলেন মুচিয়ার স্কুলে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঢুকে পড়া ব্যক্তির স্ত্রী।
এমনকি তিনি জানান, তার স্বামী খুব ভাল মনের মানুষ। খুব সাধারণ একজন। তার সঙ্গেএমনটা হচ্ছে তিনি মেনে নিতে পারছেন না। এর পিছনে কারও কুবুদ্ধি থাকলেও থাকতে পারে বলে মনে করেন তাঁর স্ত্রী রীতা বল্লভ। স্কুলে ক্লাস চলাকালীন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি করেন স্থানীয় বাসিন্দা দেব বল্লভ। বন্দুক উঁচিয়ে পড়ুয়াদের বন্দী করে স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার আর্জি জানাতে থাকেন তিনি।
আরও পড়ুন: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
তিনি বলতে থাকেন তার স্ত্রী ও সন্তানকে অপহরণ করা হয়েছে। বারবার তিনি এই কথা বলতে থাকেন। এমনকি তিনি স্ত্রী সন্তানকে ফিরে পেতে চান বলে দাবি করেন। এই ঘটনাকে ঘিরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছেন।
এরই মাঝে খোঁজ পাওয়া গিয়েছে তার স্ত্রী রীতা বল্লভের। বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন। এমনকি স্বামীর এমন পরিস্থিতিতে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিতা বল্লভ বলেন, তার স্বামীকে কে বা কারা আগ্নেয়াস্ত্র দিল তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ প্রশাসন এর সঠিক তদন্ত করুক।
কারণ উনি একজন খুব ভাল মানুষ। মানসিক কিছু সমস্যা তৈরি হওয়ায় বর্তমানে এমন করছেন। প্রাণের ভয়ে আমি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে এসেছি। আমাকে কেউ অপহরণ করেনি। আমি স্বামীর চিকিৎসা করাতে চাই।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah news