হোম /খবর /মালদহ /
ধর্ষণের মামলা তুলে নেওয়ার চাপ! নির্যাতিতা এবং তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি

Malda News: ধর্ষণের মামলা তুলে নেওয়ার চাপ! নির্যাতিতা এবং তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি

পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা

পুলিশ সুপারের দ্বারস্থ নির্যাতিতা

Malda News: স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও নাকি কোনও সুরাহা হয়নি। দিনের পর দিন বাড়ছে অত্যাচার, অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    মালদহ: ধর্ষণে অভিযুক্ত জেল হেফাজতে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এদিকে ধর্ষণের মামলা প্রত্যাহার করতে চাপ দিচ্ছে অভিযুক্ত যুবককের পরিবার। নির্যাতিতা ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি থেকে বিভিন্ন ভাবে অত্যাচার চালাচ্ছে। অভিযোগ এমনটাই।স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও নাকি কোনও সুরাহা হয়নি। দিনের পর দিন বাড়ছে অত্যাচার, অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী। নির্যাতিতা মহিলা বিশেষ চাহিদা সম্পন্ন। মালদহের ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ি এলাকার ঘটনা। জানা গিয়েছে, গত, জুলাই মাসে মহিলা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।প্রতিবেশীরা অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। নির্যাতিতা মহিলা লিখিত অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক। তবে, অভিযুক্ত যুবকের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা মহিলাকে চাপ দিচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে আদালতে মিথ্যা বয়ানও দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

    আরও পড়ুন: উত্তাল সমুদ্র, বজ্রগর্ভ মেঘে ঢেকেছে আকাশ, আর কিছুক্ষণেই জেলায় তুমুল ঝড়বৃষ্টির ভ্রুকুটিআরও পড়ুন: যাত্রী তুলবে কে? টোটো-অটো বিবাদে রণক্ষেত্র গাংপুর স্টেশন, ঝামেলা থামাতে এসে বিপাকে পুলিশ

    তার পরেও, অভিযুক্ত যুবকের পরিবারের রোষ থেকে রেহায় পাননি মহিলা। তাঁর অভিযোগ, ভিন রাজ্যের শ্রমিক স্বামীকেও মারধর করা হয়েছে। মিলকি ফাঁড়ি ও ইংরেজবাজার থানায় অভিযোগ করেন মহিলা। তার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি। তাই, তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

    হরষিত সিংহ

    First published:

    Tags: Crime, Crime News