Football World Cup 2018

দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র, দলিত সংগঠনদের ডাকে চলছে বনধ

Elina Datta | News18 Bangla
Updated:Jan 03, 2018 12:19 PM IST
দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র, দলিত সংগঠনদের ডাকে চলছে বনধ
Maharashtra bandh
Elina Datta | News18 Bangla
Updated:Jan 03, 2018 12:19 PM IST

 #মুম্বই: দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র। আজ দলিত সংগঠনের ডাকে বনধ চলছে। থমথমে মুম্বই, পুনেসহ রামাবাঈ কলোনি। কড়া নিরাপত্তা ঘাটকোপার, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। থানেতে ট্রেন আটকানোর চেষ্টা বনধ সমর্থকদের ৷ রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। কোলাপুরে বেসরকারি বাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। অশান্তি এড়াতে থানেতে ১৪৪ ধারা জারি রয়েছে।

দলিত বিক্ষোভের আঁচ পড়েছে মুম্বইতেও। বন্ধ সমস্ত স্কুল। ডাব্বাওয়ালাদের পরিষেবা বন্ধ। ঝুঁকি নিয়ে বাস চালাতে নারাজ মুম্বই স্কুল বাস ওনার্স অ্যাসোসিয়েশন। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই বাস না চালানোর সিদ্ধান্ত স্কুল বাস মালিক সংগঠনের। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে তার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ কর্নাটক-মহারাষ্ট্র আন্তঃ রাজ্য বাস চলাচল বন্ধ ৷ মুম্বইয়ে বন্ধ অটো চলাচলও ৷ বন্ধ করে দেওয়া হল মেট্রো পরিষেবাও ৷

আরও পড়ুন 

দলিত প্রতিবাদে স্তব্ধ মহারাষ্ট্র, পুণেতে দলিতদের ওপর হামলায় মৃত্যু একজনের, কাল বনধের ডাক

First published: 12:16:59 PM Jan 03, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर