#পশ্চিম মেদিনীপুর- জাওয়াদের নিষ্ঠুরতায় বিদ্ধ পশ্চিম মেদিনীপুরের কৃষকদল! অকাল বৃষ্টিতে প্রায় নিঃস্ব হতে চলছেন অনেকেই। এক প্রকার মানসিক অবসাদে আতঙ্কে আত্মঘাতী হলেন জেলার এক কৃষক ভোলানাথ বায়েন! জানা গেছে, ধার দেনা করে ভোলানাথ আলু চাষ করেছিলেন। জাওয়াদের জেরে টানা বৃষ্টিতে জল জমে যায় আলু জমিতে! ক্ষতির আশঙ্কায় স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি চরমে উঠেছিল। এই অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন ভোলানাথ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধানঝাটি গ্রামের। জানা যায়, ভোলানাথের পরিবার কৃষি কাজের উপরই নির্ভরশীল ছিলেন। আলু চাষ করেছিলেন এক বিঘা। খরচ হয়েছিল প্রায় ২৫ হাজার টাকা। পুরোটাই ঋণ নিয়ে করেছিলেন। জানা যাচ্ছে, গ্রামবাসী থেকে পরিজনদের সূত্রে। এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে জল জমে যায় ভোলানাথের আলুর জমিতে। জমির জমা জল বের করানো নিয়ে সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়া হলে, ওই দিন রাতেই বাড়িতেই কীটনাশক খায় ভোলানাথ। দ্রুত চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবুও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলাজুড়ে ধান ও আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmer, Loan, Rainfall, Suicide, West Medinipur