#পশ্চিম মেদিনীপুর- পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গোপসাই এলাকায়। জনতার তাড়া খেয়ে পালাল পুলিশ, রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা। চরম উত্তেজনা এলাকায়। সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষজনের অভিযোগ, স্কুল ছাত্রের মৃত্যুর মূলত কারণ স্কুল শিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তা।
জানা যায়, এদিন দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। স্কুলের পাশে রাজ্য সড়ক। সেই রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক আর সেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শুভজিতের। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। এলাকার মানুষদের দাবি, গুরুত্বপূর্ণ এলাকা রাজ্য সড়কের ধারে স্কুল। কিন্তু ছিল না কোন বাম্পার, নেই পুলিশি ব্যারিকেড, আর এর ফলেই হয়েছে শুভজিৎ এর মৃত্যু। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ হঠাৎই তুলে নিয়ে চলে যায় আর এতে দেখা দেয় চরম ক্ষোভ। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। জনতার তাড়া খেয়ে পালাল পুলিশ। এলাকার মানুষদের অভিযোগ, ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ। বিক্ষোভকারীদের হাতে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ এক শিক্ষিকা। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী সহ কয়েকটি থানার পুলিশ আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Student death, West Medinipur