#পশ্চিম মেদিনীপুর- জঙ্গলমহলে বন্যপ্রাণী হত্যা রুখতে এবং জঙ্গলে আগুন লাগানোর বিষয়ে সচেতন করতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের লোকসংস্কৃতি শাখার উদ্যোগে এবং শালবনী থানার সহযোগীতায় শালবনী থানা এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা প্রচার অভিযান চালানো হয়। শালবনীর গোদাপিয়াশাল, গোবরু, সুন্দরা, ভাদুতলা সহ বিভিন্ন স্থানে ছোট ছোট পথ নাটক করা হয়। পথ নাটকের মধ্য দিয়ে সাধারণ পথ চলতি মানুষদেরকে বোঝানো হয়, বন্যপ্রাণী শিকারের ফলে জঙ্গলে কি প্রভাব পড়বে। সে বিষয়ে যেমন অবগত করা হয়, পাশাপাশি জঙ্গলে আগুন লাগানোর জন্য জঙ্গল ও তার আশেপাশের এলাকার মানুষদের ক্ষতির সম্মুখীন হতে হবে, সেবিষয়েও বোঝানো হয় সচেতনতামূলক প্রচারের মাধ্যমে। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই শালবনী থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের ভাদুতলার জঙ্গলে সোমবার আবারও লাগলো ভয়াবহ আগুন। সোমবার জঙ্গলে লাগা আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে ৬০ নং জাতীয় সড়ক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এলাকার মানুষেরা বন দফতরে জানালে, বনদফতরের পক্ষ থেকে দমকল বিভাগে জানানো হয়। তবে ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে গোটা জঙ্গল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। দুপুর নাগাদ দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন প্রায় দু কিলোমিটার জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর কর্মীদের। তবে বার বার জঙ্গলে আগুন লাগার ঘটনায় বিপাকে পড়েছেন বন দফতরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Medinipur