• Home
 • »
 • News
 • »
 • local-18
 • »
 • মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন

মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন

Blood donation camp and reception on the foundation day of Medinipur Coordination Organization.

Blood donation camp and reception on the foundation day of Medinipur Coordination Organization.

Blood donation camp and reception on the foundation day of Medinipur Coordination Organization.

 • Share this:

  মেদিনীপুর:  অখন্ড মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বর্ষীয়ান সদস্যদের সংবর্ধনা সভা। শুক্রবার সকালে কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের ডায়মন্ড জুবিলী বর্ষ পূর্তি উপলক্ষ্যে এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কে ডি কলেজের এন এস এস ইউনিট ও সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসাদা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, কলেজের এন এস এস এর পোগ্রাম অফিসার মিলন সরকার, সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কোষাধ্যক্ষ অরূপ কুমার দাস,কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত কুমার সাহু, সুব্রত কুমার মাজী, আঞ্চলিক ইউনিটের দুই যুগ্ম সম্পাদক অমিতাভ দাশ, সুশান্ত দে, সদস্য পংকজ পাত্র,মন্টুরাম জানা, নন্দদুলাল ভট্টাচার্য, তারাপদ,বারিক,সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ সাউসহ অন্যান্যরা।

  বিকেলে কে ডি কলেজের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সংস্থার ৭৫ বছর বয়সের অধিক বয়স্ক বর্ষীয়ান ১৮ জন  সদস্য-সদস্যাকে সংবর্ধনা জানানো হয়। সভা শুরুর আগে সংস্থার পতাকা, উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার। সংবর্ধনা সভায় মেদিনীপুরের নবনিযুক্ত পৌর প্রশাসক সৌমেন খান, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ হৃষিকেশ দে, ডাঃ দিবাকর সামন্ত, প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা, জগবন্ধু অধিকারী, চিত্তরঞ্জন গরাই, কানাই লাল দে, চিত্তরঞ্জন মুখার্জি, প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে রক্তদান সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। এদিনের শিবিরে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, সমন্বয় সংস্থার সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। এদিন শিবির সমন্বয় সংস্থার আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেন নবজাত সংগঠন অপরাজেয়-এর দু\'জন সদস্য। সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে  একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

  Published by:Ananya Chakraborty
  First published: