#পশ্চিম মেদিনীপুর- গত কয়েকদিনে মেদিনীপুর শহরে (West Medinipur News) বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এবার বড়সড় সাফল্য পেল মেদিনীপুরের কোতোয়ালী থানা! বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১৫ জন ডাকাতকে গ্রেফতার করা হল শহরের বিভিন্ন এলাকা থেকে। এর মধ্যে, ৩ দুষ্কৃতীর একটি দলের কাছে পাওয়া গেছে একটি দেশি পিস্তল। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জন দুষ্কৃতীই মেদিনীপুর শহরেরই বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার তাদের আদালতে তোলা হলে, ৩ দুষ্কৃতী'র (অপু, রাজা, আদিত্য) ৬ দিনের পুলিশ হেফাজত এবং বাকি ১২ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ৩ দুষ্কৃতীর কাছে বন্দুক কিভাবে এল, তা তদন্তের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাতেই খড়গপুর গ্রামীণ থানার পুলিশ, খড়্গপুর থেকে সাঁকরাইল যাবার পথে পড়াডিহা এলাকায় চার দুষ্কৃতীকে গাঁজা সমেত গ্রেফতার করে (West Medinipur News)। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ প্রথমে তাদের আটক করে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করে লোকাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে। চারজনই মেদিনীপুর শহরের বাসিন্দা। তাদের নাম যথাক্রমে- শেখ আসিফ ইকবাল (বয়স- ১৯, কেরানীচটি), সৌমজিৎ মাইতি (বয়স- ২১, নজরগঞ্জ), বিকাশ দাস (বয়স- ২২, মিরবাজার-কাঁথকালি) এবং শেখ মারুক (বয়স- ১৯, সিপাই বাজার)। সোমবার তাদের বিশেষ আদালতে শুনানি হবে বলে, থানা সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে মেদিনীপুরে ও খড়্গপুরে (West Medinipur News) অপরাধমূলক ঘটনা বেড়ে চলছিল। একই দিনে খড়্গপুর শহরের একাধিক জায়গায় মহিলাদের গলা থেকে হার ছিনতাই সহ চুরি ডাকাতির ঘটনা ঘটায় নড়ে চড়ে বসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে সংশ্লিষ্ট থানাগুলিকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই খড়্গপুর লোকাল থানা এবং মেদিনীপুর কোতোয়ালী থানা একদিকে যেমন নাকা চেকিং এর উপর জোর দেয়, তেমনি তল্লাশী অভিযানও চালায়। যার ফলে একই দিনে এরকম সাফল্য পায় পুলিশ।
Partha Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, Paschim medinipur, Police, Robbery, West Medinipur